![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজাদের কাঁচা হাতে পাকানো আধা সেদ্ধ ডাল মাখানো ভাতে টুপ করে ঝড়ে পড়া জল নোনতা স্বাদ এনে দেয়।
..
পাশের বাড়ির হাবলুর মা হাঁক ছেড়ে ছেলেকে বকছেন, পোলা তাড়াতাড়ি লোমকা গিল, অত বড় গাউর অইচস তাও খাওয়াইয়া দেওন লাগে।
..
জড়ানো গলায় অস্ফুট স্বরে আজাদের মা ডাক সে নিজেও শুনতে পায়না।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
পুলহ বলেছেন: অণুগল্প, কিন্তু বেদনার তীব্রতা পাহাড়সম বিশাল!
লাইন মাত্র চারটা, অথচ এই চারটি লাইনই ধারণ করে আছে অনুভূতির মহাসমুদ্র।
গল্পের বিষয়বস্তু, বর্ণনাভঙ্গি সবই অসাধারণ!
অনেক শুভকামনা রইলো আপনার জন্য