![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তোবা আজও আকাশের সাদাকালো মেঘে
হাতছানি দিয়ে যায় নিকষ আবেগে
হয়তোবা আজও বালকেরা কাঁদে
কেপে কেপে মাঘের কোন এক রাতে
আজও হাত পেতে বসে রয় ভিখেরীরা ঠায়
আজও কেউ কেউ দুবেলা দুমুঠো পেট পুরে চায়
আজও রোজ রাতে নিশী করে দিন
ভেঙ্গে যায় বালিকার স্বপ্ন রঙ্গিন
আজও কৃষকের ঘাম ঝরা মুখ
নিষ্ঠুর হাসিতে ঢাকা পরে দুঃখ
শ্রমিকের বাটালির ঠুকঠাক ছন্দ
আজও গড়ে তোলে সমাজের আনন্দ
ছোট ছোট বালকেরা ফুল করে ফেরী
আজও ভাবে আকাশ ছোয়ার আর কত দেরী
সীমানার হায়েনারা আজও চোষে রক্ত
অদ্ভুত শাসকেরা তবু তার ভক্ত
ক্ষমতার মসনদে দেবতারা আছে বসে
দিন-রাত এক করে মেয়াদের ছক কষে
হাতে ছড়ি উৎসুক
লোভাতুর দুই চোখ
আপনার মাটি বেচে
থালা বাটি ঘটি কেচে
প্রাসাদের কোষাগার
লুটে নেয় অভাগার
দেবতার ভুরিভোজ
কত পদ নানা রোজ
কাঙ্গাল মরে হায়
ফোটা ফোটা পিপাসায়
তাতে কি আসে যায়
আপনার ভাল চায় সক্কলে
সমাজের চুলো যাক
আপনি ভাল থাক
২| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর লিখেছেন কবি,শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।