![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর মন খারাপের রাতে
যাচ্ছি যা চাই, যেইখানে যাই
একাকী তোর সাথে
দুইদিকে মোড় ইচ্ছেযে তোর
ছুটছি ডানে বায়ে
হঠাৎ করে রাত-দুপুরে
চলছি ছুটে অচিনপুরে
মাঝরাতে তাই শ্মশানঘাটে
ফুল্কি ধোয়ায় স্বপ্ন বাটে
মধ্যরাতে পার্কে বসে
হিসেব কষি পকেট চষে
রাতদুপুরে নদীর বুকে
ভাসছি উড়ে ডিঙ্গি করে
ঢেউগুলো সব দিচ্ছে যে ডাক
দুঃখগুলো যায় ভেসে যাক
ভুতের ভয়ে লোহার পুলে
গা ঘেসে তুই আমার কূলে
দ্বীপ নেভা চর মধ্যরাতে
জোৎস্মা জ্বলে মাঝ আকাশে
অসীম পথে চলছি হেটে
সুবহে সাদিক দিচ্ছে ডেকে
ভোর করে তুই ঘর-দুয়ারে
সকাল বেলার স্বপ্ন ঘুমে
উঠছি জেগে মাঝ দুপুরে
যায় চলে দিন, দেসনা তারে
১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩২
অত:পর আমি বলেছেন: সাথে যদি সেরা বন্ধুটা থাকে তাহলে আর বিপদের ভয়টা ঠিক কাজ করেনা..
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: মেয়ে না ছেলে বন্ধু?
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
অত:পর আমি বলেছেন: সন্দেহাতীত ভাবে ছেলে বন্ধু....
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩
অত:পর আমি বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা, মুগ্ধ হলাম
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
অত:পর আমি বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: কেন মেয়ে বন্ধু নয় কেন?
দোষ কোথায়?
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
অত:পর আমি বলেছেন: আমিতো দোষের কিছু বলিনি।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৭
বিজন রয় বলেছেন: রাতের বেলা সাবধান থাকা ভাল।