নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম সুচনাটা পরিকল্পিত বা অপরিকল্পিত হলেও অনুভূতিটা আকস্মিক হয়। প্রথম সুচনায় আয়োজন ক্ষুদ্র এবং আগ্রহ তীব্র হলেও পরিণতিটা অজানাই থেকে যায়। তাই মনে কোন জটিলতার আশ্রয় পায় না।
অথচ প্রথম সুচনার পরিণতিটা ব্যর্থতা হলে আগ্রহের মতো ধাক্কাটাও হয় তীব্র, যা সামলে তো নেয়া যায় কিন্তু মনের মধ্যে তৈরি হওয়া জটিলতা কাটানো যায় না।
তাই মনে হয় প্রথম সুচনাটা সুন্দর হলেই ভালো। কারণ প্রথম সুচনায় তৈরি হয় পরবর্তী সুচনার অনুভূতিগুলো আর প্রথম সুচনাটা ব্যর্থ মানেই জটিলতা আর অবিশ্বাসের সুত্রপাত।
২| ২৪ শে জুন, ২০২১ রাত ১:২৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ। আমি মনে করি আপনার দৃষ্টিভঙ্গিটাই অনবদ্য।
৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:২৮
আমি রানা বলেছেন: বাহ। সুন্দর অনুভূতি আরা উপলব্ধি।
১১ ই জুলাই, ২০২১ রাত ১২:২৬
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৫:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
যার শুরু ভাল তার শেষটাও ভালই হয়
যদি থাকে তাতে ঐকান্তিকতা ও সরলতা।
সুচনা পর্বেই বুঝা যায় গতি কোন দিকে যাবে
গতিপথ ঘুরে গেলে বার বারই সুচনার সৃষ্টি,
হবে , প্রতিটি বাঁকেই সুচনা দেয়ার প্রয়োজন
হবে । যাহোক সুচনার গন্তব্য সুন্দর হোক,
এ কামনাই করছি ।
শুভেচ্ছা রইল
১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: ডঃ এম এ আলী,
ধন্যবাদ বলে ছোট করতে চাই না তবে ইনশাল্লাহ সূচনার গন্তব্য সুন্দর হবে।
খুঁজে পাবে সব সূচনা তার গন্তব্যের সুন্দর ঠিকানা,
আপন আলোয় হারিয়ে মোরা ফিরে পাবো মনের জোছনা ।
চুপটি করে মনের ঘরে বসবে স্বপ্ন বাসা বেঁধে,
স্বপ্ন যদি ডানা মেলে তবে আর কে আটকাবে !!
- দেয়ালিকা বিপাশা
৫| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
ব্লগে আপনার এই প্রথম সূচনাটিতে আমার মন্তব্যের সূচনাটি হলো দেরীতে। দেরীতে হলেও ক্ষতি নেই- বক্তব্যের সরলতা যে ভালো লেগেছে!
সূচনা তো সূচনা-ই , এর ভালো আর মন্দ বিচার করে পরবর্তী অধ্যায় কেউ লেখেন না কখনও। হলে , অনেক লেখকই হারিয়ে যেতেন।
আপনার প্রথম সূচনা ব্যর্থ হয়নি মনে হয়। বরং এটা অনেক কথার সূচনা তৈরী করতে পারে।
শুভরাত্রি।
০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪০
দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস
" প্রথম সূচনা " তে আপনার মন্তব্যের সূচনা দেরিতে হলেও ধন্যবাদটা শুরুতে জানাচ্ছি!
সূচনার ভালো-মন্দ বিচার করে পরবর্তী অধ্যায়ে কেউ লেখেন না - আপনি সঠিক বলেছেন কিন্তু যেখানে জীবনের অভিজ্ঞতায় প্রথম সূচনাটি ব্যর্থ হয় তখন দ্বিতীয় সূচনার পদচারণা হয় ঘোলাটে। তখন কাগজে-কলমে লেখার চেয়ে জীবনের প্রকৃত অধ্যায় রচনা করাটাই হয়ে যায় সংকোচময়।
প্রথম সূচনা কোন লেখক এর লেখাকে কেন্দ্র করে নয় বরং জীবনকে উৎসর্গ করে লেখা আমার মনোভাব।
আপনি বলেছেন আমার বক্তব্যের সরলতা আপনার ভালো লেগেছে ! জানতে পেরে সত্যিই আনন্দিত হলাম!
খুঁজে খুঁজে আমার লেখাটি পড়েছেন দেখে খুবই খুশি হয়েছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শুভরাত্রি,
- দেয়ালিকা বিপাশা
৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
কোনও এক মন্তব্যে আমাকে বলেছেন - আপনি গল্প লিখবেন। তার কি হলো ?
আর একটা কথা, ব্লগে বেশী বেশী মন্তব্য করুন যেটা হয়তো আপনার প্রথম পাতাতে এ্যাক্সেস সহজ করে দিতে পারে।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:৫২
দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস
জি , একটি গল্প ইতিমধ্যে পোস্ট করা হয়েছে " নীলার নীলাঞ্জনা " আমার ব্লগে গেলে পাবেন। পড়ে জানাবেন আপনার কেমন লাগলো তাহলে অত্যান্ত খুশি হব। আপনার উৎসাহ এবং সমালোচনা আমার জন্য অনুপ্রেরণা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য এবং খুঁজে খুঁজে আমার পোস্ট এবং মন্তব্যের প্রতিমন্তব্যের জন্য।
শুভকামনায়,
- দেয়ালিকা বিপাশা
৭| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২০
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে আপনার প্রাম্ভিক অনুভূতি যথার্থই। সহমত আপনার সঙ্গে।
শুভকামনা আপনাকে।
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
অনেক ধন্যবাদ আপনাকে সহমত হওয়ার জন্য। আশা করি সাথেই থাকবেন।
আপনার জন্যেও রইল অনেক শুভকামনা
৮| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে কোন ভালো কাজের শুরুতে মনে একটা রোমাঞ্চ কাজ করে। সব কাজেই যে মানুষ সফল হয় এমন না। কিন্তু সূচনাতে মনের মধ্যে একটা ভয় মিশ্রিত আশা কাজ করে। এই আশা মানুষকে কাজের প্রেরনা জাগায়। তবে সবার চেষ্টা করা উচিত সূচনাটা যেন ভালো হয়। অন্তত ভালো করার চেষ্টার কোন ত্রুটি থাকা উচিত না। সূচনায় যে উচ্ছাস থাকে সেটা পরে আর পাওয়া নাও যেতে পারে।
তবে আপনার সূচনা ভালো হয়েছে বলে আমি মনে করি।
০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২
দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন " সূচনায় যে উচ্ছাস থাকে সেটা পরে আর নাও পাওয়া যেতে পারে।" কেননা প্রথম সূচনায় উচ্ছ্বাসের পাশাপাশি আগ্রহটাও প্রবল থাকে।
আপনার মন্তব্য লিখে আমার সূচনা সুন্দর করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
৯| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সূচনা কাব্য বেশ ভালো হয়েছে। + +
ব্লগে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ আনন্দদায়ক হোক, সফল হোক, নিরাপদ হোক!
সূচনা কাব্যে চতুর্থ ভাললাগা। + + + +
২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:২০
দেয়ালিকা বিপাশা বলেছেন: খায়রুল আহসান,
দেরিতে প্রতিমন্তব্যের জন্য দুঃখিত। আপনার মত একজন সম্মানিত লেখক আমার লেখাটি পড়ে তার ভালোলাগার কথা প্রকাশ করেছেন তা জানতে পেরে বেশ অনুপ্রাণিত হলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আগামীতেও পাশে পাব।
অনেক শুভকামনা জানবেন!
- দেয়ালিকা বিপাশা
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২১ রাত ১:১৪
এম টি আই রিয়াদ বলেছেন: বাহ সত্যিই অনবদ্য লিখেছেন