নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত...

২৬ শে জুন, ২০২১ রাত ১:১৩

অপরিচিত জটিলতার মাঝে হঠাৎ এক সরল পরিচয় ! অনেকটা যান্ত্রিক জীবনে কিছুটা সজীবতার স্পর্শের মতো।
কিছু পরিচয় এমন ঘটে যা কল্পনার মতো হঠাৎ, ছোয়া যায় না কিন্তু ধরা না দিলেই বিলীন। জানা-অজানার মাঝে না বাইরে তা বলা কঠিন।
কি সেটা ? বন্ধুত্ব, ভালোলাগা নাকি মানবতা ? কিছুই সংজ্ঞায়ন হয় না। তবে আন্দাজ করলেই বোঝা যায় সেটি মায়া। মানুষের জীবনে মায়ার অস্তিত্বটা অবাক করা হয়। কথায় আছে, " মানুষ খুব ঝামেলা করে মায়া তৈরি করে আবার সেই মায়া কাটাতেও ব‍্যস্ত হয়ে পড়ে। "

চেনা-অচেনার মাঝে এই মায়া গুলো কতটুকু স্থায়িত্ব পায় সেটা সময়ের হাতে থাকে কিন্তু অপরিচিতর মাঝে পরিচয়ের সরলতা গুলো কিছুটা পরিবর্তন আনে আমাদের মনে।

-বিপাশা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২১ রাত ১:২৪

এম টি আই রিয়াদ বলেছেন: জীবণে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে ,যেটা থেকে সহজেই আমরা বুঝতে পারি সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে আর চাইলেই আমরা সবকিছু নিয়ন্ত্রন করতে পারি না, তার ইচ্ছেতেই হয় সবকিছু।

২| ২৬ শে জুন, ২০২১ রাত ১:৩৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: আর সেটিই আমাদের কিছু না কিছু শেখায়।

৩| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন:


একবার মায়া তৈরী হলে সেটা কাটানো যায়না
তাইতো কন্ঠশিল্পী আবিদা সুলতানার
কন্ঠের গান অনেকরই মনে বাজে যথা-
একি বাঁধনে বলো জড়ালে আমায়,
ভাবি যতবার মরি লজ্জ্বায় ।।
প্রাণে এত স্বপ্নের দোলা লাগে,
পারিনি কো জানতে আমি আগে ।।

যাহোক ব্লগে দিন পরিচিতি বাড়বে
অনেক অপরিচিত মুখ পরিচিত
হবে এটাইতো ব্লগে বিচরণের সাফল্য।

শুভেচ্ছা রইল

১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: ডঃ এম এ আলী,

ব্লগে আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত !!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার মনোভাবের বহিঃপ্রকাশ সত্যি চমৎকার যা আমার লেখাকে আরো সুসজ্জিত করেছে ।
আপনার জন্য অনেক শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

৪| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক সম্পর্ক ক্ষণিকের হলেও মনে চিরস্থায়ী দাগ কাটে। আবার অনেক সম্পর্ক আছে দীর্ঘ কিন্তু এক ঘেয়ে, স্বাদহীন। বুঝে শুনে সম্পর্ক করা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে চাইলেও তা পারা যায় না। অনেক সম্পর্ক আছে তৈরি করতে হয় না, হয়ে যায়। সম্পর্ককে সঠিকভাবে লালন পালনও করতে হয়। তা না হোলে সম্পরকই গলার কাটা হয়ে যায়।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,




আপনার মনোভাবের সঙ্গে সহমত জানাচ্ছি, সুন্দর বলেছেন।
সম্পর্ক একটি চারা গাছের মত যত যত্ন নেয়া যায় তত সুন্দরভাবে সে শেকর আঁকড়ে ধরে এবং বৃদ্ধি পায়। আর সামান্য অবহেলায় নিস্তেজ হয়ে যায়। বেঁচে থাকুক আমাদের সকলের সম্পর্ক।

আমার প্রতিটি পোস্ট পড়ে মন্তব্য এবং লাইক দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

- দেয়ালিকা বিপাশা

৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৫

খায়রুল আহসান বলেছেন: অপরিচিতদের প্রতিও মায়া জন্মাতে পারে, এবং মায়া থেকে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরী হয়ে যেতে পারে। মায়া মানবপ্রেমের একটা অপরিহার্য অনুষঙ্গ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: কিন্তু এমন মানুষ পাওয়া যে বড়ই কঠিন। আর যদি কেউ পেয়ে যায় তাহলে তার মুল্যবোধ বোঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.