নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনশেষে সবাই নিজের মুখোমুখি,
দিনশেষে আমি ঘরে ফেরা পাখি।
আকাশের নীড়ে নিশানা আমার;
ঠিকানা তবু ঘরে,
বিস্তর সবুজে শ্রান্তি আমার ;
শান্তি তবু আপনার ভীড়ে।
সারাদিনের অবিশ্রান্ত চলা,
তবুও দিনশেষে আপন উৎসে ফেরা।
-বিপাশা
১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২১
দেয়ালিকা বিপাশা বলেছেন: ডঃ এম এ আলী,
আপনাকে আমার ব্লগে সুস্বাগতম ।
ভালো লাগলো প্রতিটি পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।
দিনশেষে নিয়ে আপনার ভাবনাটাও অসাধারণ ছিল।
নীড়ের সন্ধান এবং আপনজনের হাতছানি বিশাল ভাগ্য।
চমৎকার আপনার ভাবনাটি।
শুভেচ্ছান্তে
- দেয়ালিকা বিপাশা
২| ৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
দিনশেষের যোগফল নিয়ে ভাবনাময় কবিতা।
হাযারো ভিড়ের মাঝে মানুষ আসলেই নিঃসঙ্গ এক প্রানী, দিনের পথে বিলি কেটে কেটে ফিরে যায় নিজেরই ঘেরাটোপে একাকী।
৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:৪১
দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস,
একদম ঠিক বলেছেন। দিনশেষে আমরা সবাই নিজের মুখোমুখি।
৩| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা জনারণ্যে জনশূন্যতায় ভুগি। আত্মপ্রেম ছাড়া এই শূন্যতা দূর করা যায় না। নিজের নীড়কে চিন্তে হবে আমাদেরকে।
০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশা করি ভালো আছেন।
শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৬:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
মাথার উপর দিয়েই আকাশের শুরু ,
দূর দিগন্তে শুধু নীল দেখা যায়,
টলটলে নির্মল পুকুরের জলে
তাকালে আকাশটাকে নীচেও
দেখা যায় । লক্ষ্য যদি নীড়ের
প্রতি থাকে তবে উপরে নীচে
সেখানেই যাওয়া হবে সেখানেই
ঘরের সন্ধান পাওয়া যাবে , দিনশেষে
ঘরে ফিরা এটা বিশাল ভাগ্যের ব্যপার,
যে বা যার পরিচিতজন ফিরেনা ঘরে
সে বুঝে ঘরে ফিরা না ফিরার
আনন্দ বেদনার ভার ।
দিনশেষে নিয়ে ভাবনা ভালই লেগেছে ।
শুভেচ্ছা রইল