নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সাধারণ, খুব সাধারণ। আমরা যারা সাধারণ তাদের জীবনটাও হয় খুবই অদ্ভুত ! কারণ, আমরা সারাজীবন একটি ছোট্ট গন্ডীর মধ্যে থাকি। যেখানে সম্পর্ক, স্বাধীনতা, ভালোবাসা, ইচ্ছে, স্বপ্ন, বেঁচে থাকা, জীবনের রূপ-রস এবং ব্যক্তিত্ব খুবই দূর্লভ এবং অদ্ভুত, যা স্বাভাবিক না। অর্থাৎ স্বাভাবিক বিকাশটা হোঁচট খেয়ে পড়ে। এভাবেই অদ্ভুত হয়ে জন্মাই আবার একদিন এভাবেই চলে যাই। পাপের প্রায়শ্চিত্ত করতে আসা এই দুনিয়াতে না করছি সৃষ্টিকর্তাকে স্মরণ আর না করছি এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ!
তবে কোথায় ভুল হচ্ছে, দোষটি কার?
আমাদের না আমাদের ভাগ্যের? আসলে দোষ আমাদেরও না অন্যকারোও না, ভাগ্যেরও না। তাহলে কেন অযথা নিজের দুর্ভাগ্যের দোষ ভাগ্য বেচারাকে দিতে যাবো! আসলে এগুলো হল আমাদের নিয়তি! হয়তো পাপের বোঝা এতই বেশি যে নিয়তি এমন হয়ে গেল। নিয়তি হয়তো কিছু বলতে চায় আমাদের, তবে জানি না শুনতে পাবো কিনা? মুক্তি পাবো কিনা? নাকি সারাজীবন ই অদ্ভুত হয়ে গন্ডীর মধ্যেই থেকে একদিন সাধারণ হয়েই চলে যাবো। যার না থাকবে না কোন অবদান, না কেউ গল্প কারার মতো আর্দশ মনে করে অন্তরে ধারণ করবে।
- বিপাশা
২| ১১ ই জুলাই, ২০২১ রাত ১২:১৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনাকেও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:২০
শায়মা বলেছেন: বাহ আপুনি!
অনেক ভালো লাগা।
১১ ই জুলাই, ২০২১ রাত ২:২৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপু ।
তোমার লেখাগুলো অসাধারণ আমারও খুব ভালো লেগেছে !
৪| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাপের প্রায়শ্চিত্ত করতে আসা এই দুনিয়াতে না করছি সৃষ্টিকর্তাকে স্মরণ আর না করছি এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ![/sb
স্রষ্টাকে স্মরণ করেও যে জীবন উপভোগ করা যায় এটা আমরা অনেকেই জানি না।
গণ্ডি যদি পার হতে নাও পারি, পুরো গণ্ডিটাই বা আমরা ভালো করে দেখি কয়জনে।
নিজেকে বিকশিত করার চেষ্টা করা উচিত সবার, নিজের মত করে।
০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০
দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,
অসাধারণ বলেছেন! আসলে সৃষ্টিকর্তার পথ ধরে জীবনটাকে পাওয়া যে বড় ভাগ্যের ব্যাপার। জীবন তো জীবনের মতই, একে সুন্দর করতে হলে যে নিয়মের মধ্যে দিয়েই চলতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টগুলো পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
শুভেচ্ছান্তে ,
- দেয়ালিকা বিপাশা
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫
আমি রানা বলেছেন: সুন্দর লিখেছেন।