নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি : নেট
আজ তুমি সওদাগর ; কাল তুমি অজগর ,
আজ বেঁধেছ যে বাঁধন ; কালই করবে তাতে দংশন ,
আজ হয়েছে মন্ত্রীমশাই , কালই হবে করুন কসাই !
আজ হয়েছো মধুর ভ্রমর , কাল পোহাবে বিষধর প্রহর!
আজ রয়েছ রমণী সেজে কাল সাজবে বিধবা বেশে ,
তবুও করছো অহংকার ??
আজ দেখেছো দীঘল নিশি ,কাল ছড়াবে বিশাল শিশির !
আজ পাচ্ছো মৃত্যু-গুঞ্জনা , কালই পাবে মুক্তি-খঞ্জনা ।
তবুও নিজেকে ধিক্কার ??
ঐ যে দেখো বিশাল মেঘ যে সুদূরে,
ক্ষীণ অপেক্ষায় দেখতে পাবে তার ছায়া পড়েছে নদীতে !
যদি ছুঁতে যাও খেয়ে যাবে ধোকা,
কারণ তুমি সেজেছো বিশাল বোকা ।
আকাশের রং সে যে আকাশেরই তারা,
পাতালের মায়ায় কভু দেয় না সে ধরা !
কেন তবু অহংকারে হারিয়ে বেড়াও তুমি ?
কেন তবু ধিক্কারে পালিয়ে বেড়াও তুমি ?
পৃথিবী বিশাল নেই যার সীমানা ,
তুমিও অসীম নেই যার ঠিকানা ।
হারিয়ে নয় - পালিয়েও নয় ; খুঁজে পাবে রবের পথ ,
যেখানে বাধা হয়ে অহংকার ঘনিয়েছে বিপথ !!
-দেয়ালিকা বিপাশা
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনাকে আমার ব্লগে সুস্বাগতম। ☺☺
২| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৩
সোনালি কাবিন বলেছেন: চমৎকার।
" আজকে যে বেপরোয়া বিচ্ছু /
শান্ত সুবোধ হবে কাল সে।
চোখের সংগী শুধু চশমা /
চল্লিশ পেরোলেই চালশে। "
১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ ভালো বলেছেন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ২০ শে জুলাই, ২০২১ ভোর ৬:১৯
কবিতা ক্থ্য বলেছেন: আবারো সুন্দর কবিতা।
সহজ সরল ভাষায় মনের অভিব্যাক্তি প্রকাশ - একেই বলে।
পরের কবিতার আশায় রইলাম।
২০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।
অনেক অনেক শুভকামনা রইল।
৪| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো। স্টাইলটাও ভালো লেগেছে।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৩:১৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আশা করি সাথেই থাকবেন।
অনেক অনেক শুভকামনা রইল
৫| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৩
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
প্রবাদই তো আছে - অহংকার পতনের মূল।
মোটামুটি হয়েছে কবিতা। শেষ স্তবকের দ্বিতীয় লাইনে " ......... পালিয়ে বেড়ায় তুমি" না হয়ে " বেড়াও তুমি " হবার কথা । সম্ভবত টাইপো হয়েছে।
০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:২০
দেয়ালিকা বিপাশা বলেছেন:
আহমেদ জী এস,
জি, ঠিক বলেছেন টাইপ ভুল ছিল। সংশোধন করেছি।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:২৬
এম টি আই রিয়াদ বলেছেন: বাহ সুন্দর তো