নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

তিনটি বছর

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৯



স্কেচ : দেয়ালিকা বিপাশা


কেটে গেল তিনটি বছর অচেনা-অজানায়,
পেরিয়ে গেল তিনটি বছর সময়ের পরিক্রমায়।
আমি ভাবছি ভীষন অধীর হয়ে,
কিভাবে কেটে গেল অসংখ্য প্রহর অবচেতন মনে।

তোমারই প্রতীক্ষা যেন হয়েছে আজ শান্ত-শীতল,
হারানো আমাকে হারিয়ে আমিও আজ ক্লান্ত ভীষণ !
থেমে থাকেনি জীবন তবু প্রস্থানের দূরত্বে ,
হারিয়ে পেয়েছি নতুন ভুবন আপন আলোতে।
আমারই আঁধার ঘরে আজ আমি নিঃসঙ্গ,
আলোর সংস্পর্শে সেই আমি তেজী অপরের সঙ্গ !

জানি, হারাইনি তোমাকে তিনটি বছর পরেও,
তবুও দূরত্ব করেছে আমাদের বিকলাঙ্গ।
অপেক্ষা থেমে গিয়ে কেটে যাচ্ছে দিন,
কি করে কাটছে তবু একলা নিশি-দিন !
আনন্দ উল্লাসে প্রাণবন্ত সারাবেলা
তবুও দিনশেষে আমি ক্লান্ত পথিক ; যে ঘরছাড়া !

অতীতের ইতিহাস তবু রয়ে যায় অতীতে,
বর্তমানের ইশারায় যদিবা খানিকটা ডানা মেলে।
তবুও উদিত আবেগ ঝরে যায় ঝরনার ধারাতে,
নতুন করে নিজেকে পেয়েছি তোমাকে হারিয়ে !

আমি নিঃসঙ্গ; তবু নেই কোন ভয়,
হৃদয়ে পেয়েছি তোমার অস্তিত্ব ; যা চিরকাল আমাতে রয়।
জানি, একদিন হবে আমাদের অপেক্ষার অবসান,
সেদিন গাইবে আকাশ; গাইবে বাতাস এবং গাইবে আমাদের প্রাণ !

অফুরন্ত ভালোবাসা আপা !!!


- দেয়ালিকা বিপাশা

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৪

সোনালি কাবিন বলেছেন: কবিতা সুন্দর, স্কেচ ততোধিক দারুণ!

২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!

শুভকামনা রইল।

২| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,





বাহ , বিরহ গাঁথা। নিঃসঙ্গতাতেও এক ধরনের আলাদা সুখ আছে যা ধরা যায়না, যায়না ছোঁয়া কেবল যার অনুরণন মনের চোরাগলিতে শিষ তুলে যায়।
কবিতা ভালো হয়েছে। আঁকা ছবিখানাও কবিতার নিঃসঙ্গতার সাথে মানিয়ে গেছে। ছবি তো খারাপ আঁকেন না।

তা , প্রথম পাতাতে আপনার ঠাঁই হয়েছে কি ? লিখতে থাকুন আর ধৈর্য্য ধরুন। প্রথম পাতাতে জায়গা মিলবেই।
শুভেচ্ছান্তে।

২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:২৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশংসা আর অনুপ্রেরণার জন্য ।
আপনি সঠিক বলেছেন নিঃসঙ্গতাতেও একটি আলাদা সুখ আছে। আপনার উপলব্ধি শক্তি সত্যিই প্রশংসনীয়।

অনবরত লিখেই চলছি আশা করি প্রথম পাতায় ঠাঁই হবে। লিখতে ভালো লাগে হঠাৎ করে বসলেই কিছুনা কিছু লেখা হয়ে যায়।
হঠাৎ করেই কবিতাটি লিখে ফেললাম। কবিতার সঙ্গে মিল রেখে মনের মত কোন ছবি খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম নিজের আঁকা কিছু স্কেচ আছে সেখান থেকেই না হয় একটা দিয়ে দেই। লেখালেখি করছি কয়েক বছর কিন্তু ছবি আঁকার শখটা বেশ পুরোনো, ছোটবেলা থেকেই । তাই আজ ভাবলাম কবিতার সঙ্গে নিজের আঁকা ছবি সবার সঙ্গে শেয়ার করব।

কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো নতুন নতুন লেখা পোস্ট করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন।

শুভকামনা রইল


দেয়ালিকা বিপাশা

৩| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৫১

শায়মা বলেছেন: বাহ !

যদিও মন খারাপের কবিতা তবুও বাহ!!! :)

২৯ শে জুলাই, ২০২১ রাত ১:২৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপু।

কেমন আছো তুমি?

৪| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১:৩১

শায়মা বলেছেন: আমি খারাপ আছি।

মানে ঝামেলায় আছি ..... যদিও আই লাইক ঝামেলা... :P

২৯ শে জুলাই, ২০২১ রাত ২:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: দোয়া রইল তোমার জন্য।

৫| ২৯ শে জুলাই, ২০২১ ভোর ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



বা! বিচ্ছেদ গাথার কি সকরুন সাবলিল বর্ণনা।
মনে হচ্ছে তিনটি বছর যেন তিনটি কৌটায় বন্দি
এক বিরহিনীর ভিতরে বহমান হাহা কার ।
তবে কামনা করি তিনবছরের করুন জীবনে
তরঙ্গায়ীত হোক বহুমাত্রিক রঙ্গীন প্রকাশ ।


শুভেচ্ছা রইল

২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৭

দেয়ালিকা বিপাশা বলেছেন:



বিরহ একপ্রকার আনন্দ কেননা সেটি সৃষ্টিকর্তার আরেকটি নিয়ামত।
নরম মাটি পুড়ে যেমনি শক্ত ইট হয় তেমনি বিরহের মাঝে ঘষেমেজে
আত্তা শুদ্ধ হয়।
অফুরন্ত বিরহেই সন্ধান পাওয়া যায় অফুরন্ত ভালোবাসার।
এমনি একজন নিজের খুব আপনজনকে কেন্দ্র করে লেখা কবিতাটি।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

অনেক শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

৬| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩১

হাবিব বলেছেন: কবিতা দারুণ হয়েছে, স্কেচটাও!!!

২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১১

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক শুভকামনা রইল। সাথেই থাকবেন

৭| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার স্কেচ ভালো লেগেছে। আপনার বিরহের কবিতাও অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:১০

দেয়ালিকা বিপাশা বলেছেন:



কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

শুভকামনা রইল

৮| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৪

সোনালি কাবিন বলেছেন: শেষ প্যারার আশাবাদ সত্যিই সতেজতাময়।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১:২৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনায়

- দেয়ালিকা বিপাশা

৯| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন:
মন্তব্য এবং লাইক দেয়াতে আপনাকে ধন্যবাদ।

ভালো থাকবেন।

১০| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৪

আমি রানা বলেছেন: খুব সুন্দর

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫১

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন । শুভকামনা রইল আপনার জন্য।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৪:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: কবিতা টা কি ২০২১ সালে লিখা, নাকি ২০১২ সালে?
জানাবেন দয়া করে।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতাটি ২০২১ সালে লেখা কিন্তু কেন বলুন তো ? বিশেষ কোন কারন আছে কি?

১২| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: সব কারন খোঁজা ঠিক না।
কিছু কারন - অজান থাকাই ভালো।

ভালো থাকবেন।

০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: কিছু কৌতুহল রহস্য রাখতে হয় না। :)

আপনিও ভালো থাকবেন।

শুভকামনায়,
দেয়ালিকা বিপাশা

১৩| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: নিকটি দেখেই একটা আগ্রহ জন্মালো।ব্লগে এসে প্রমান পেলাম আপনার লেখনী চমৎকার। আগের গল্পটাও পড়েছি।+
সঙ্গে এই কবিতাটির গভীরতা আমাকে আপনার লেখনী প্রতি সম্মান বাড়িয়েছে। সুন্দর লিখতে থাকুন....

পোস্টে চতুর্থ লাইক।

শুভেচ্ছা জানবেন।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: পদাতিক চৌধুরী ,

খুবই আনন্দিত হয়েছি আপনি আমার লেখা পড়ে মন্তব্য করেছেন ও লাইক দিয়েছেন এবং নির্বিশেষে আমার লেখা আপনার ভালো লেগেছে। ব্লগে অন্যান্য সম্মানিত সহব্লগারদের মত আমি এত শক্তিশালী লিখতে পারিনা কিন্তু যা লিখি মন থেকে লিখি। চেষ্টা করি লেখাকে মানসম্মত করতে এবং নিরপেক্ষ রাখতে।

ইতিমধ্যেই আপনি আমার লেখা নীলার নীলাঞ্জনা গল্পটি এবং এ কবিতাটি পড়ে ফেলেছেন। কিন্তু দুঃখ প্রকাশ জানাচ্ছি আপনার লেখা আমার এখন পর্যন্ত পড়া হয়নি। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব অতি শীঘ্রই আপনার লেখা পড়ে ফেলতে কেননা আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। লেখনীতে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই পরামর্শ দেবেন এবং আশা করি আগামীতে সাথে থাকবেন।

অনেক অনেক শুভকামনা।

- দেয়ালিকা বিপাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.