নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

সময়ের ব্যবধানে...

২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০



ছবি: নেট


" জীবন কি অদ্ভুত! কিছু মানুষ থেকে আমরা দূরে চলে যাই, আবার কিছু মানুষ আমাদের থেকে দূরে চলে যায়। অনেক মানুষের সাথে দূরত্ব আল্লাহ-ই সৃষ্টি করে দেয়। যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে দূরত্ব গুলো আমরা সৃষ্টি করি আমরা চাইলেই সে ব্যবধান ভাঙতে পারি। কিন্তু যে দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেয় সে ক্ষেত্রে কি হয় তা আমি জানিনা। হয়তো সে দূরত্ব গুলো কল্যাণকর। কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী!

শুধু এতোটুকু জানি এতগুলো দেয়াল আর দূরত্বের পাহাড়ের পরও আমরা হাসতে শিখি, চলতে শিখি, তবে প্রাণখুলে বাঁচতে পারি কিনা তা বলা কঠিন। অনেকে বলে দুনিয়া জটিল, কিন্তু আমি মনে করি তার চেয়েও জটিল এ মানুষগুলো। যারা দুনিয়াটাকে জটিল করে ফেলেছে। যারা দূরত্ব নামের শব্দটি তৈরি করে নিয়েছে।"

বেশ কিছুদিন আগে দেখা হুমায়ুন ফরিদী স্যারের একটি ইন্টারভিউ আজও আমার নিকট স্মরণীয় হয়ে আছে। তার মূল্যবান কিছু কথা আজও মনে দাগ কেটে রয়েছে। তিনি বলেন, " কিছু পরিবর্তন মানুষ নিজেই করে। আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না। কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে। সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি, করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি, সে আমাকে ঘৃণা করেছে।" এইতো কিছুদিন আগে তার মূল্যবান কথাগুলো মনে পড়ে গেল। খানিকটা সময়ের জন্য ভাবুক হয়ে উঠেছিলাম। ডায়েরীর পেজ উল্টে নিজের লেখা উপরের কথাগুলো পড়ে অনেকটাই স্বস্তি পেলাম। নিজের অনুভূতিগুলোর সঙ্গে যখন গুণী জনের মতামত কিছুটা হলেও মিলে যায় তখন সমাধান খুঁজে না পেলেও অনেকটা স্বস্তি খুঁজে পাওয়া যায়। তাই পথ চলতে মাঝে মাঝে ভাবুক হয়ে ওঠা এবং বিবেচনাবোধ জরুরি হয়ে পড়ে।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবনবোধের কথাগুলো গুছিয়ে লিখেছেন। জীবন যে এমনি। কেউ পারে কেউ পারে না মিলিয়ে নিতে সমিকরণগুলো।

২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ,আপনার মন্তব্য পড়ে ভাল লাগল।

ঠিকই বলেছেন জীবনবোধের সমীকরণগুলো সবাই মেলাতে পারে না। আর যে মিলিয়ে নিল সে বিজয়ী।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনের সাথে কী মিল কথাগুলোর

খুবই ভালো লাগলো আপু

২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: কাজী ফাতেমা ছবি,



ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। এমন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা জানবেন,

- দেয়ালিকা বিপাশা

৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল লেখাটা

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২০

দেয়ালিকা বিপাশা বলেছেন:




মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

- দেয়ালিকা বিপাশা

৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

সোবুজ বলেছেন: আল্লাহ কি ভাবে দুরত্ব সৃষ্টি করে?

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২২

দেয়ালিকা বিপাশা বলেছেন:


যেটা ভাগ্যে লেখা থাকে না।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এবং হুয়ায়ুন ফরিদি উভয়ের কথাগুলিই খুব ভালো লাগলো। এই কথাগুলির মধ্যে অনেক চিন্তার খোরাক আছে। আসলে চিন্তাশীল মানুষের চিন্তার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। ইংরেজিতে একটা কথা আছে যে 'ওয়াইজ মেন থিঙ্ক এলাইক'।


কিন্তু প্রচ্ছদে বন্দুকওয়ালী মেয়ের ছবি কেন দিলেন এটা বুঝতে পারলাম না। :)

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,



প্রতিবারের মতই সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ আরেকটি কথা প্রচ্ছদে ওটা বন্দুকওয়ালী মেয়ে নয় কাঁধে গিটার নিয়ে গান শোনা একটি মেয়ের ছবি দেয়া হয়েছে :)


শুভকামনা রইল।
- দেয়ালিকা বিপাশা

৬| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: হুমায়ূন ফরিদী স্যার খুব ভালো কথা বলেছেন। আপনিও মনের নিভৃত থেকে তুলে ধরেছেন সুন্দর অভিব্যক্তি।
শুভকামনা আপনাকে।

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩০

দেয়ালিকা বিপাশা বলেছেন: পদাতিক চৌধুরী,



আপনি সুন্দর এবং প্রেরণাদায়ক মন্তব্য পেয়ে বেশ অনুপ্রাণিত হলাম। আপনার শুভকামনা গ্রহণ করলাম এবং আপনার জন্যেও রইল অনেক শুভকামনা। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

- দেয়ালিকা বিপাশা

৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৮

স্প্যানকড বলেছেন: দূরত্ব ঘুচিয়ে ফেলা ভালো এতে শান্তি আসে মনে। আবার অনেক দূরত্ব ভালো কিছুই নিয়ে আসে। ভালো থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। অনেকটা জটিলতাহীন আরামদায়ক অনুভূতির মত। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

অনেক দোয়া এবং শুভকামনা রইল।
- দেয়ালিকা বিপাশা

৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি মাঝখানে কোথায় হারিয়ে গেলেন ? অনেক দিন পর আসলেন, ভাল থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: মোঃ মাইদুল সরকার,




সম্মানিত ব্লগার অনুপস্থিতিতেও মনে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেনে বেশ আনন্দিত হলাম অনুপস্থিতিতেও মনে রেখেছেন। নানান ঝামেলার কারণে ব্লগে আর সময় দিয়ে ওঠা হয়নি। এখন থেকে নিয়মিত সময় দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

অনেক দোয়া এবং শুভকামনা রইল।
- দেয়ালিকা বিপাশা

৯| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: হুমায়ূন ফরিদীর সেই সাক্ষাৎকার আমি দেখেছি। দারুন সব আবেগময় কথা তিনি বলেছেন। তবে জীবন আবেগ দিয়ে চলে না। মানুষকে বাস্তববাদী হতে হয়।

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। ঠিকই বলেছেন জীবন আবেগ দিয়ে চলে না মানুষকে বাস্তববাদী হতে হবে। কিন্তু আবেগটাও জীবনের ছোট্ট একটি অংশ

শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা

১০| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: "জীবন যখন যেখানে যেমন,
কখনো পাজেরোয় , কখনো নৌকায়"।

- তবে জীবন কাকে কখন কোথায় নিয়ে যাবে তা আমার যেমন জানিনা তেমনি জানিনা আমাদের ভাগ্যে কি আছে। আর এসবের সমন্বয়সাধন করে জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের করা কাজের উপলব্ধি তথা মাঝে মাঝে পিছন ফিরে দেখা আমাদের সবারই উচিত।

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল্প শব্দে অনেক মূল্যবান কথা তুলে ধরেছেন। ঠিকই বলেছেন জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের করা কাজের উপলব্ধি করা প্রয়োজন।

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

১১| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ দূরত্ব সময়ের সাথে হয় , কিন্তু কাছের কেউ দূরে চলে গেলে কষ্ট ও হয়।

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

দেয়ালিকা বিপাশা বলেছেন: একদম ঠিক বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

অক্পটে বলেছেন: ব্লগে এলে কখনো কখনো ভাললাগার একটা আবহ তৈরী হয়। জীবন চলার পথে এত ঘাত প্রতিঘাতের পর এত স্বার্থপরতার পরও আপনাদের মতো কিছু মানুষ থাকে বলে, আপনাদের পজিটিভ ভাবনা গুলোর শেয়ার আমরা দূরে বসে পাই।

আপনারতো লেখার হাত ভালো সময় করে হলেও সময় দেয়ার চেষ্টা করবেন ব্লগে। আসলে সব মানুষেরই মানসিক অবস্থার উপর নির্ভর করে সে কি করবে বা কি করতে পারবে। কত্ব মানুষ যে ভালো নেই, অন্যের তৈরী করা পরিস্থিতি সামলাতে হচ্ছে নিজে শেষ হয়ে গিয়ে...

যাক শুভ কামনা আপনার প্রতি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,



লেখার হাত যেমনই হোক, প্রতিটা কথা মন থেকে আসে। সেসব বাক্যগুলো যেন তৈরি করা কারো কোন বাক্য নয়। নিজের মনের একান্ত ভাবনাগুলো আমি কাগজের ছুড়ে দেই।

তবে সত্যি বলতে কি সামহোয়ারইন ব্লগের কারণে আপনাদের মত কিছু ব্লগারের সঙ্গে পরিচিত হতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। কেননা আমার ভাবনাগুলো আমি শেয়ার করতে পেরে আমি অনেকটাই স্বস্তি বোধ করি এবং আপনাদের প্রেরণাদায়ক মন্তব্যগুলো পড়ে যেন মনে হয় জীবনের প্রাণ খুঁজে পেয়েছি। যান্ত্রিকতা এবং স্বার্থপর দুনিয়াতেও যেন অজানা অচেনা কিছু ব্লগারদের আপন বলে মনে হয়।

এমনটা স্বচ্ছ এবং সহজ স্বীকারোক্তি পাওয়া সত্যিই আমার জন্য অনেক বড় ব্যাপার। আশাকরি আগামীতেও আপনাকে পাশে পাব এবং দোয়া করবেন যেন এভাবেই নিজের লেখাটাকে একান্ত আপন মনে রেখে দিতে পারি। সৃষ্টিকর্তা আমাদের জীবনে মঙ্গল বয়ে আনুক।


শুভেচ্ছা জানবেন,

- দেয়ালিকা বিপাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.