নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ফাইনাল খেলা। দুপুর ১২ টায় আমার পড়া ছিল যাব কিনা ভাবছিলাম এসে খেলার সূচনাটা না আবার মিস হয়ে যায়। যাই হোক গেলাম পড়তে ১২ টার পড়া শুরু হল ১ টায়, তাতেও সমস্যা নাই স্যারকে বললাম আজ পনে দুইটার মধ্যে পড়া শেষ করা চাই। স্যার বুঝতে পেরে শুরু করলেন টালবাহানা! ১টা ৩৫ এ অর্ধেক পড়া পড়ে আমরা সবগুলা দে দৌড়! স্যার বলে আরে আর একটু পড়ে যা, আমি বলি আগামী ক্লাসে দুইঘন্টা লাগাইয়া পড়াইয়েন, আজকে আর থামাথামি নাই!
এক দৌড়ে বাসায়। পনে দুইটায় বাসায় এসে দেখি আম্মু খাবার বেরে বসে আছেন। আর ওই দিকে আব্বু আগেই খেলার চ্যানেল অন করে আছেন আমার আগেই। ভালো কথা, খেতে যাবো আম্মু ডাকে আমি টিভি অফ করতে নিষেধ করায় আম্মু আমাকে দিল এক ঝারি, " এক সাথে বসে খা! টিভি দেখে খাওয়া লাগবে না! মনটাই খারাপ হয়ে গেল। গেলাম খেতে। চার মিনিট হল ১টা ৫৭বাজে ঘড়ির দিকে চোখ পড়তেই তাস করে বলে বসলাম এখন টস হবে। আব্বা চুপচাপ খাইতেসিলেন আমার মুখের দিকে তাকাতেই আম্মুরে বলি আজকে ফাইনাল খেলা। আম্মু বলে ওওওওহ! এই জন্যই টিভি দেখে খেতে চাইসিলি। আর কোন কথা নাই। ওই দিকে আব্বু খাবার প্লেট রেখেই টিভির রুমে দৌড়! আমিও এক হাতে প্লেট আরেক হাতে আচারের বাটি নিয়া আব্বুর পিছনে পিছনে দিলাম একটা দৌড়! টিভি অন হয়ে গেল ঠিক এক মিনিট পরে টস! যাক মিস হয় নাই তাইলে!!! আমি আবার দৌড়ে গিয়ে আব্বুর প্লেট নিয়ে আসলাম। বাপ-বেটি খাইতেসি আর টস দেখতেসি। আহ! কি আরাম! মা এসে তরকারি আর ভাত দিয়ে গেলেন প্লেটে!! তাও আজকের খেলার এক একটা সিন মিস করা যাবে না!!!
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ ভাই। আর যাই হোক আচারের বাটি নিতে ভুলি নাই এটা মনে পড়লে আরও বেশি হাসি পায়
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২
বিজন রয় বলেছেন: কে জিতবে বলে আপনার মনে হয়?
এই মূহুর্তে মনে হচ্ছে অষ্ট্রেলিয়া জিতবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রথমে অস্ট্রেলিয়া দুইবার কেচ মিস করসে তাই দেখে বড় ভাই বলতেসিল কেচ মিস তো ম্যাচ মিস!!
এখন তো দেখা যাইতেসে ইন্ডিয়ার তিনটা ম্যান মিস!! মানে খেলা ঘুরে গেছে। তাও ঠিক ভাবে বলা যাচ্ছে না অস্ট্রেলিয়া জিতবে কারণ ক্রিকেটে কখন কি হয় বলা যাচ্ছে না!
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: ইন্ডিয়ার এখন হারার সম্ভবনা বেশি।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
দেয়ালিকা বিপাশা বলেছেন: সেটা আমারও মনে হচ্ছে কিন্তু ওই যে বললাম শেষটা অবধি বলা কঠিন। আবার কখন ম্যাচ ঘুরে যায়!!
পুনরায় মন্তব্যে আসায় আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন ব্লগার। আজকের খেলাটা দুর্দান্ত হোক!!
৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত এখনো খেলায় আছে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ!! ওরাই তো র্যাংকিং এ এক নম্বরে ছিল।
ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বিরাট কোহলির আরেকটা বিরাট কীর্তি ভারতকে জয় এনে দিতে পারে। আর শামি সে তো মহাফর্মে। ভারতের ব্যাটিং বরাবরই শক্তিশালী তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে সফল দল। এটাও মনে রাখতে হবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: বিরাট কোহলি আউট হয়ে গেছেন। খেলা সত্যিই ভারতের হাত থেকে ফসকে যাচ্ছে!!!
৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: @সেলিম আনোয়ার, কোন লাভ নেই ভারত আজ ৩০০ করতে পারবে না। সুতরাং জেতার কোন আশা নেই।
রোহিত ম্যাচটা শেষ করে দিল। যেখানে ৭.৫০ এর উপর রান রেট সেখানে অত মারার কি দরকার ছিল। মনে রাখার দরকার ছিল এটা ফাইনাল ম্যাচ। রোহিত প্রতি ম্যাচে একই ভুল করেছে। যখনই রান বাড়িয়েছে এবং সে 50 এর কাছে রান করেছে তখনই ধরে খেলা উচিৎ ছিল।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
দেয়ালিকা বিপাশা বলেছেন: আমিও আপনার সাথে একমত আজ রোহিত বড় একটা ভুল করে ফেলেছেন। গিল আর রোহিত যদি ৪ - ৬ এর পিছনে না ছুটতেন তাহলে এমনটা হতো না। বিরাট যদিও চেষ্টা করছিলেন কিন্তু সেও আউট হয়ে গেছেন। টানা দশ ম্যাচে জেতাটা না আবার বিফলে চলে যায় ভারতের এই একটি ভুলের জন্য!!
৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০
জ্যাক স্মিথ বলেছেন: ভুম, ভুম!! অস্ট্রেলিয়ার দুইটা গেসে ৪০ রানে। আজকে অস্ট্রেলিয়াকে এত সহজেই ছেড়ে দেয়া হবে না।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহাহাহাহাহা...
ভালো বলেছেন ভাই! খেলা ঘুরে গেছে। বলেছিলাম একজন ব্লগারকে আগেই বলেছিলাম এটা ক্রিকেট খেলা Anything can happen!! তা আপনি কোন দলে?
৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
জ্যাক স্মিথ বলেছেন: উহুহুহুহুহুহু!!! আরেকটা গেসে ৪৭ রানে তিনডা।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০০
দেয়ালিকা বিপাশা বলেছেন: ৬ মেরেছে ভাই!!! যাচ্ছে যেমন মারছেও তো তেমন!
মন্তব্যের জন্য ধন্যবাদ। খেলা এনজয় করুক!
৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২২
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক এই মুহুর্তে আরও অন্তত দুটি উইকেট দরকার তা না হলে ধীরে ধীরে অস্ট্রেলিয়া ম্যাচ বের করে নিয়ে যাবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: নিয়ে নিক!! বেশ ঠান্ডা মাথায় এক এক করে রান নিচ্ছে! এভাবেই খেলা দরকার উইকেট না হেরে।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪০
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনি মনে হয় ইন্ডিয়া তাই না???
১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩
ঢাবিয়ান বলেছেন: অস্ট্রেলিয়া ভাল পজিশনে আছে। আশাকরি তারাই জিতবে। আপনি কোণ দলে ?
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬
দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ অস্ট্রেলিয়া ভালো পজিশনে আছে। খালি উইকেট না পড়লেই হয়!!
আমি তো চাচ্ছি অস্ট্রেলিয়াই জিতুক। অডিয়েনস কান্না করতেসে দেখেছেন??? আমার তো হার্টবিট বেড়ে যাচ্ছে!!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: ২০০ রান পযর্ন্ত উইকেট না পড়ুক তারপর ম্যক্সওয়েলের পারফরমেন্সের অপেক্ষায় আছি!!!
১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: ২৬ ওভারে ১৪৪/৩
অস্ট্রেলিয়াই জিতবে মনে হচ্ছে।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: খালি মনে হচ্ছে না, এখন তো কনর্ফাম লাগছে!! ওরে কি পারফরম্যান্স!!! খালি ৪ আর ৪!!
আমার ব্লগে সুস্বাগতম আপনাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ। এঞ্জয় দি ম্যাচ!!
১২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১
ঢাবিয়ান বলেছেন: দারুন খেলছে অস্ট্রেলিয়া। খেলা এখন পুরোপুরি তাদের কন্ট্রোলে। খেলা শেষ হওয়া পর্যন্ত আপনার সাথে আছি ।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০০
দেয়ালিকা বিপাশা বলেছেন: দারুন মানে দুর্দান্ত খেলছে!!!! হেড সেঞ্চুরি করবে মনে হচ্ছে!! উইকেট পড়লেও সমস্যা নাই ম্যাক্সওয়েলের অপেক্ষায় আছি!!! সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ! একসাথে খেলার আনন্দ দ্বিগুন হয়ে যায়। আমার আব্বু আর আমি শুরু থেকেই একসাথে খেলা দেখছি আর আলোচনা করছি।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: 103 বলে 67 দারুন জিতা জিতবে মনে হচ্ছে!!!
১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯
বাউন্ডেলে বলেছেন:
অবস্থা ভারতের ভালো হওয়ার সম্ভাবনা আছে। হেড ক্লান্ত।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০২
দেয়ালিকা বিপাশা বলেছেন: আরেহ!!!! ম্যাক্সওয়েল আছে না!!!! আমার আর তর সইছে না ম্যাক্সওয়েল কখন মাঠে নামবে!!
ধন্যবাদ আপনাকে। খেলা উপভোগ করুন ব্লগার।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: ইন্ডিয়ার পারফরম্যান্স যে ভালো লাগে না তা না। কিন্তু আজ কেন জানি অস্ট্রেলিয়া জিতুক এমনটা চাচ্ছি। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স লোভনীয়!!
১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭
ঢাবিয়ান বলেছেন: এখন উইকেট না পড়লেই ভাল। Labuschagne ঠেকিয়ে খেলে Head কে খেলার সুযোগ দিচ্ছে। গুড পার্টনারশীপ। দারুন এঞ্জয় করছি খেলা। দর্শকরা এক্সট্রা বিনোদন জোগাচ্ছে
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: ভাই হেড খালি সেঞ্চুরি টা করুক!!! ওরে খালি ৪ আর ৪। ব্যাটে লাগলেই চার
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১০
দেয়ালিকা বিপাশা বলেছেন: century century!!!!!!!!!!!!!!
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: only one man enough for Australia!! that's really outstanding!!
১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৩
ঢাবিয়ান বলেছেন: wow 6
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: Yeeeeeeeeeaahhhhhhhh!!
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: আচ্ছা লাস্ট ম্যাচে কি হেড খেলেছিল? আমার তো মনে পড়ছে না!
১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯
ঢাবিয়ান বলেছেন: ওয়াও খালি 6 আর 6
সামুর ইমোজি আপডেট করা উচিত। একটা লাইক ও হাততালি ইমোজি রাখা উচিত
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩২
দেয়ালিকা বিপাশা বলেছেন: ইমোজি না থাকলে সমস্যা নাই (হাততালি ইমোজি দিলাম ) এইভাবে লিখে দিন।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: ১০ ওভার হাতে রেখেই খেলা শেষ হয়ে যাবে মনে হচ্ছে।
১৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন Labuschagne ফর হাফ সেঞ্চুরি ( হাততালির ইমোজি হবে )
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহাহাহাহাহা,
অভিনন্দন! (হাততালির ইমোজি) খেলাও শেষ। অস্ট্রেলিয়া উইনার আবার দিন হাতে তালি
১৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৬
ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন অস্ট্রেলিয়া। অভিনন্দন দেয়ালিকা বিপাশা । আপনার সাথে বসে দারুন এঞ্জয় করলাম খেলাটা।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনাকেও অভিনন্দন ব্লগার!! আমিও অনেক এঞ্জয় করেছি!! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাক আজকের দিনটা তাহলে ভালোই গেল। খেলাটা দারুন লেগেছে!!
১৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি খেলা দেখছি না বিপাশা আর ঢাবিয়ানে বাচ্চামি দেখছি ।
আপনারা কখনওই জানবেন না আপনাদের এই উচ্ছ্বাস দেখতে ও পড়তে আমার কত্ত ভালো লাগছে !!
সুন্দর হয়ে থাকুক এইসব উচ্ছ্বাস !!
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২২
দেয়ালিকা বিপাশা বলেছেন: আরেহ নির্বওওওওওওওওওওওওওওওও!!!!!!!!
কোথায় ছিলেন আপনি!!!! শুধু ঢাবিয়ান বা আমি নই খেলাটা জেতা মাত্র ই চাচাকে ফোন দিয়ে সেই কি চিৎকার চেচামেচি!! কে কার আগে কথা বলবে ভাই বোন চাচী আমি আব্বু সেই হৈচৈ!!!
আমি জানি আপনি কমেন্ট পড়ে বেশ এঞ্জয় করেছেন! আল্লাহ্ আপনাকে হাসিখুশি রাখুক। তবে সত্যি খেলা দেখতে দেখতে ব্লগে দারুন সময় কাটিয়েছি! এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সকল ব্লগারদের এবং ঢাবিয়ানকে ধন্যবাদ অনেক ধন্যবাদ মুহুর্তটাকে স্মরণীয় করে দেয়ার জন্য!!
২০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অস্ট্রেলিয়াকে অভিনন্দন!!!
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: অভিনন্দন!!! মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন।
২১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০
জ্যাক স্মিথ বলেছেন: খুব কষ্ট পেলাম!! আমি আর খেলা দেখবো না কোনদিন!! বিদায় ক্রিকেট
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: আরেহ! খেলা কেন দেখবেন না? খেলায় তো হার জিত থাকবেই কিন্তু পুরো বিশ্বকাপ জুরে ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল তাক লাগানোর মতো!! আজ তো ভেবেই বসেছিলাম অস্ট্রেলিয়া এই বুঝি গেল। পুরো ম্যাচটায় ক্ষণিক সময়ের জন্য হলেও তো এঞ্জয় করেছেন এটাই বা কম কিসে!!
২২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে ভারত না হয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা /পাকিস্তান হলে বাংলাদেশের কান্নার রুল পড়ে যেত।
২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২০
দেয়ালিকা বিপাশা বলেছেন: পাকিস্তানের কথা জানি না কিন্তু হ্যাঁ সাউথ আফ্রিকা হলে লড়াইটা হাড্ডাহাড্ডি হতো আরও বেশি। ধন্যবাদ ব্লগার আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
২৩| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮
মিরোরডডল বলেছেন:
বাবা মেয়ের খেলা দেখার ঘটনা খুব মজা করে লিখেছে শিশু, ভালো লাগলো
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ গতকালের খেলাটা বেশ ভালো লেগেছে। ওয়াল্ডকাপের মজাই আলাদা। এমনিতে খেলা দেখি না কিন্তু ওয়াল্ডকাপ মিস করতে ইচ্ছে হয় না। খেলা হলে আমরা এইরকম ই পাগলামি করি। তোমার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
২৪| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশির ভাগ বাংলাদেশী চেয়েছে অস্ট্রেলিয়া জিতুক। তাই হয়েছে।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: এর অবশ্য কারণ আছে। আমার জানামতে নিজের দেশের পর প্রতিটা বাঙালির প্রথম পছন্দ সবসময়ই ভারত ছিল কিন্তু আপনার কি মনে পড়ে সেই বিশ্বকাপের কথা যেখানে বাংলাদেশের কঠোর পারফরমেন্সের পরেও দুই একটা ন্যায় সিদ্ধান্তগুলো ভারতের পক্ষ হয়ে নেয়া হয় আর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল! আজও মনে পড়ে সেই কথা আমাদের কত আশা নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। মাশরাফির দলচেষ্টা ছিল প্রশংসনীয়। এর পর থেকে ভারত ভালো খেললেও কেন জানি সেই ভালোলাগা আর কাজ করে না!
২৫| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ব্যস্ততার কারনে খেলাটা দেখা হয় নাই আমার।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: যদি খুব জরুরি কাজে ব্যস্ততা থাকে তাহলে কাজকেই প্রাধান্য দিয়ে ভালো করেছেন। আশা করছি আপনার রাজকন্যা ভালো আছে। ভালো থাকবেন আপনিও। ধন্যবাদ ব্লগার।
২৬| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: আমার কন্যা ভালো আছে। দোয়া করবেন।
২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১
দেয়ালিকা বিপাশা বলেছেন: ফিআমানিল্লাহ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহাহাহা ,
আপনার বাবার পেছন পেছন দৌড় দেয়াটা কল্পনা করে হাসি পেল । আসলেই ম্যাচ দেখবার এই সময়টাতে তর সয় না !!