![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছিলাম প্রথম তোমায়
কাশবনের ফুলে
বেসেছিলাম ভাল আমি
জানি না কোন ভুলে
ঘুরছিলে একলা তুমি
কাশবনের তীরে
প্রথম দেখাতেই কিভাবে যেন
মনটা নিলে কেড়ে
অদ্ভুত তোমার চাহনি
অদ্ভুত তোমার ভাব
মুখের মধ্যে ছিলনা তো
কোন পাপের ছাপ
মনের মধ্যে গেঁথে গেল
তোমারই ছবি
তারপরেই হঠাৎ করে
হলাম আমি কবি
লিখি কাব্য তোমার নামে
মাতাল আমি তোমার প্রেমে
সুন্দর তোমার মুখ
সুন্দর তোমার হাসি
এ জগতে শুধু
তোমাকেই ভালবাসি
একমুঠো ধুলো দিয়ে
তুমি গেলে চলে
কেমন করে সহজেই
গেলে আমায় ভুলে
আমি তো ভুলি নি তোমায়
স্বপনে দেখি যখনি ঘুমাই
তুমি আজ কত দূরে
কাঁদি আমি প্রতি ভোরে
থাক ভাল তবুও তুমি
ওগো আমার পরান প্রেমী
©somewhere in net ltd.