![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় নিয়ে লিখি নি
আমি কোন কবিতা
চলে গেছ বহু দূরে
তবুও হৃদয়ে রয়ে গেছে ছবিটা
অপ্রেমে তোমার ধরেছি হাত
কথা হত দিন রাত
বন্ধু হয়ে ছিলে তুমি হৃদয় মাঝে
তাই তো তোমার বিরহে
বেদনার সুর বাজে
তোমায় আমি কখনো
বাসি নি ভাল
তবু কেন তোমার জন্য
হৃদয়ে দুঃখ হল
তোমায় আমি রাখবো মনে চিরদিন
কখনো হবে না
মন থেকে বিলীন
বন্ধু হয়ে ছিলে
এই হৃদয়ের পাশে
এখনো যেন আছ
আজীবনই থাকবে
এই হৃদয়ের পাশে
তাঁরা হয়ে থাকবে আমার
বেদনার নীল আকাশে
©somewhere in net ltd.