![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন যায় , দিন আসে
তবুও মানুষ ভালবাসে
দুচোখে শ্রাবণ ধারায় অশ্রু ঝড়ে
তার কথা মনে পড়ে
দিনের শেষে নামে রাত
মানুষ ঘুমায় খেয়ে ভাত
আমি একা থাকি জেগে
তার কথা ভেবে ভেবে
সময়ের আবর্তে কেটে যায় দিন
থেকে যায় স্মৃতি
মানুষ শুধুই করে হিসাব
লাভ আর ক্ষতি
আমি শুধু ভাবি তাই
পাশে আমার সে নাই
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
মানুষ হাবুডুবো খাচ্ছে
ভালবাসা আর প্রেমে
শুধু আমিই একা
এটাই তো বিধাতার লেখা
©somewhere in net ltd.