| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুবন ভোলানো হাসি দিয়ে নিলে
মনের মাঝে ঠাই
তোমাকে ছাড়া ভাবতে পারি না কিছু
যত দূরেই আমি যাই
বিদায় বেলায় একটু খানি
হাত দুটি নেড়ে
কেমন করে যেন তুমি
মনটা নিলে কেড়ে
সেই থেকে মনে শুধু শূন্যতা
আর ভাবনায় শুধু তুমি
সবসময় বড় একা একা লাগে
হৃদয় যেন মরুভূমি
বলতে পারি না আমি
তোমাকেই চাই
মনের মাঝে জাগে
তোমায় হারাবার ভয়
সত্যিই কি তোমায় পাবো না
তুমি আমার জীবন
তুমি আমার ভাবনা
28/10/2010
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬
ছাসা ডোনার বলেছেন: না ভাইজান অবশ্যই পাবেন। ইনশাআল্লাহ