| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো না বাসার ছিল না কারণ
তবু করলে ঘৃনা
বেঁচে থাকতে কষ্ট হয়
বন্ধু তুমি বিনা
ভুলে যাওয়ার ছিল না কোন কারণ
তবুও রাখলে না মনে
কেঁদে যায় এই হৃদয়
নিরবে গোপনে
দূরে যাওয়ার ছিল না কারণ
তবু গেলে হারিয়ে
তারপরেও তোমার জন্য রয়ে যাব চিরদিন
দুটি হাত বাড়িয়ে
বিদায়ের বেলায় তবুও তোমায়
চাই না দিতে কোন অভিশাপ
মানুষ ততটুকুই শাস্তি পায়
যতটুকু করে পাপ
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৬
ছাসা ডোনার বলেছেন: ভাই, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? এত দিন পর আপনার কবিতা পড়ে খুব ভাল লাগলো। আশা করি এখন থেকে আর অনেকদিন আপেক্ষা করতে হবে না। প্রতিনিয়ত লিখে আমাদের আনন্দ দিতে ভূলবেন না। ভাল থাকুন