নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আমি খামোশ বলি না,
দূর্বলের মত,
আমি বিব্রত হই না।
গরমে কাউকে রাবিশ বলি না,
কাউকে ভাতের খোটা এমনকি থাকার জায়গা নিয়েও না।
আমি এতিমের টাকা
ছুঁয়েও দেখি না,
হাওয়া ভবনও গড়ি না।
তেঁতুলকে জাতীয় ফলও বলি না,
তেঁতুলকে মিষ্টি ফলও বলি না,
তেঁতুল আমাকে কোন বেনিফিটও দেয় না।
আমি উল্লুকা পাঠার মত দুঃসময়ে হাঁসতেও পারি না।
পাগলের মত আমি সকালে এক কথা বিকালে আরেক কথা
বলতে পারি না।
আমার বউ নাই,তাই আমার বউয়ের আয়ও নাই।
আমি টিভি পর্দার বাইরে ভালো
অভিনয়ও করতে পারি না।
এই দেশ আমারে অনেক
কিছুই শিখালো,
কিন্তু উপরের
বিষয় গুলো শিখাইতে
পারলো না!
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে!
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭
যোখার সারনায়েভ বলেছেন: ভালো বলেছেন।