নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
শীত পাখি গেয়ে ওঠে
বিরহের সুর,
বসন্ত কোথায় হেথা
আর কতদূর????
স্ব করুন ঝরাপাতা
পল্লবের সাখে,
অবহেলে পায়ে দলে
প্রভাতের বাঁকে।
প্রাতরাশে ডাস্টবিনে
লুব্ধকের ডাক,
ধুলোমাখা জ্ঞানপাপী
লভিতে মৌচাক।
হীম বায়ে কেঁপে মরে
অনাথ সুজন,
চাওমিন ভাঁপাপুলি
বিলাসী ভোজন।
ঊর্মিমালী বুক ভরে
জলরাশি লয়ে,
মিটায়েছ আবদার
শত ব্যথা সয়ে।
বিধাতা এ কামনায়
বিনয়ী বোধন,
শোকতাপ জ্বরাব্যধী
সাম্যে বিস্তরন।
জন্মে মানুষ তবু অমানুষে গমন,
ধরাতলে দাও প্রভু মনুষ্য সমন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।