নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
দেশের শীর্ষ লেভেলের
পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি কেন
ছাপানো হয়???চাকরির ভুয়া বিজ্ঞপ্তি
দিয়ে চাকরি প্রত্যাশীদের
কাছ থেকে কোটি টাকা
হাতিয়ে নেয় প্রতারক চক্র।
সংঘবদ্ধ চক্র ভুল ঠিকানা
দিয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে
অদৃশ্য ভাবে বিপুল অঙ্কের
অর্থ হাতিয়ে নেয়।
এসব ধোকায় ভুক্তভোগী আবেদনকারী!
গণমাধ্যমেরও উচিত বিজ্ঞপ্তি প্রকাশের আগে যাচাই
করা।
এ ধরনের বিজ্ঞপ্তি ছাপানো থেকে
বিরত থাকায় গণমাধ্যমের নৈতিকতার
ভিতরে পড়ে।
এ নিয়ে অভিযোগ করার কি
কোন উপায় নেই????
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: এই দিকটা নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ । প্রশাসনকে এদিকে নজর দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বেকারের যন্তনা শুধু মাত্র বেকারকাই বুঝে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
মাহমুদুর রহমান বলেছেন: প্রথম মন্তব্য পড়ে হাসি পেল।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্ত্রী, এমপি, সচিব, পুলিশ, সরকারী কর্মকর্ত যেদিন সৎ হবে সেদিন এসব নিয়ে প্রতিকারের সম্ভাবনা তৈরি হবে...
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: আসলে তেনারা(ভুয়া বিজ্ঞপ্তি প্রদানকারীরা) আমাদের বুদ্ধি যাচাই করতেই এমনটা করে থাকেন হয়তো।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: বাসে জানালায় লাগানো থাকে। তারা চাকরি দিচ্ছে। সাথে নানান সুবিধা।
সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।