নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কি লিখবো??
লিখে আর কি হবে??
যানি কিছুই হবেনা।
সবকিছু চাপা পরে যাবে।
আমরাও ভুলে যাবো।
সব কিছুই আবার
আগের মত চলবে।
কি করছে রাস্ট্র??
কেন এমন ঘটতেই থাকবে??
কে দিবে এর উত্তর??
শুধু ভিকটিমের চিকিৎসা আর
আর্থিক সাহায্য কি সমাধান
আর প্রতিকারের পথ??
দুঃখজনক ঘটনা গুলো
ঘটে যাচ্ছে শুধু দ্রুত
আর দৃস্টান্তমূলক কঠোর
শাস্তি আর বিচার ব্যবস্থা
রাস্ট্র নিশ্চিত না করতে
পারার জন্য ।
পশুর পক্ষে যারা মিছিল মানববন্ধন করেছিল
ওদের বিচার হওয়া উচিত।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
Subdeb ghosh বলেছেন: অনেক দিন ধরে ব্লগে আসতে পারিনি,দেরিতে উত্তর দিতে হলো।এখনও আমি ক্রোম ব্রাউজার দিয়ে ব্লগে আসতে পারিনি!
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: সারাদেশের মানুষ মর্মাহত।