নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
হোটেলের ম্যানেজার নমস্কার জানিয়ে বললেন
বাবু এত বড় শহরে আপনার
কি কেউ নেই আপনজন???
প্রিয়জন,কোন আত্বীয় স্বজন???
বললাম কেন???
তোমরাই তো এতদিনে
আপনজন প্রিয়জন হয়ে উঠেছো,
বল, আর কি দরকার???
প্রয়োজন নেই জীবনের যত
ঘুমন্ত ব্যথার ঘুম ভাঙ্গাবার আর।
এ জগৎ সংসারে,
কে আপন জন???
কে প্রিয়জন???
আত্মীয় স্বজন???
হয়তো আমার যাযাবর জীবনে
কোনদিনই ভেবে দেখার হয়নি অবসর,
কারও সান্নিধ্য পেয়ে এমন অনুভব হয়নি মনে,
জীবনের ফেলে আসা পথে পিছনে ফিরে তাকিয়ে
একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখলাম বারবার
আমার হাত ধরে কেউ কোনদিন বলেনি
আসুন হোটেলে থাকার কি দরকার???
যাদের বিত্ত আছে কিন্তু চিত্ত নাই
তাদের বাসায় যে নেয় ঠাঁই
আমি বলবো সে সত্যই এক হতভাগা
যেখানে আদর নেই সেখানে এক মূহুর্ত
কাটানো যেন হাজার বছরের দন্ড প্রাপ্ত
কোনো এক কয়েদীর ক্লান্ত প্রহর,
কিন্তু হোটেলে হৃদয় হয়না ক্ষতবিক্ষত
মনে হয় প্রশান্তিময় নিজের একটি ঘর।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।