নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
অচেনা রাতের ভীতিকর দুঃস্বপ্ন ছাপিয়ে অধীর অপেক্ষায়
পথ চেয়ে থাকি অবলীলায় আলতো করে হেঁটে আসবে
অবশ্যম্ভাবী এক অচেনা মেয়ে নিঃশব্দ চরনে,
তখন সারাটা পথ জুড়ে
হাজারো মানুষের ভিড়ে কেউ নেই,
ক্লান্তিকর কোলাহলের
মাঝে সুনসান নৈঃশব্দ,
দমকা বাতাসে ঝরাপাতার মত উড়ছে আমার
কবিতার পাতা,
যার পঙতিতে পঙতিতে
কী অপার সৌন্দর্যে গাঁথা কোন এক অচেনা মেয়ে।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা অবিরাম।
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা অবিরাম।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ সুন্দর কবিতা।