নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কবে শেষ হবে???
সৃষ্টির শুরু থেকে জ্বলছে,
জ্বলে চলেছে হাজার
বছর ধরে।
হাজার বছরের দহন বুকে চেপে পথ চলেছি,
বেলা শেষ,থামবো কোন পারে।
রক্ত ক্ষরণ হয়নি,
জমাট বেধে আছে
পৃথিবীর বুকে নয়,হৃদয়ের প'রে!
সুখ পেতে শিশির হয়ে পথের ঘাসে পরেছিলাম
জমতে পারিনি!
ঠুনকো বাতাসে ঝরে পরেছি পৃথিবীর প'রে।
কবে শেষ হবে????
আগুন জ্বলা এ হৃদয়ে কবে বৃষ্টি নামবে????
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই,শুভ কামনা অবিরাম।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনমুখি সুন্দর কবিতা -------
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: হৃদয় পোড়া গণ্দ পেলুম ভাই!
আরো লিখুন।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য! ভালো থাকবেন।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: সোজা উত্তর, মরলে শেষ হবে।
জীবনের আর এক নাম ঝড়।
++++