নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কতো ঝরাপাতা কতো করে কেঁদে গেছে
কতো পথিকের পায়ে
শোনেনি পথিক সে পাতার ব্যথা
লেখা আছে ধুলোর গায়ে।
তুমিও জানবে না, জানবে না কেউ
এ বুকে কতো ঢেউ
কতো ব্যথার গল্প পুড়ে পুড়ে
কতো করে যায় ক্ষয়ে।
কেনো নীলাকাশ মেঘে ঢেকে যায়
বৃষ্টি হয়ে ঝরে
কেনো রাতজাগা পাখি কেঁদে কেঁদে যায়
নিশীথ অন্ধকারে
যে যার মতো সবাই-
ভুল করেও দেখে না এসব চেয়ে।
তুমিও জানবে না, জানবে না কেউ
এ বুকে কতো ঢেউ
কতো ব্যথার গল্প পুড়ে পুড়ে কতো
করে যায় ক্ষয়ে।
কেনো পূজাদীপ জ্বলে পুড়ে যায়
পুজার বেদীমূলে
কেনো ফেরারী পাখি উড়ে চলে যায়
না ফেরারই দলে
যে যার মতো সবাই-
ভুল করেও দেখে না এসব চেয়ে।
তুমিও জানবে না, জানবে না কেউ
এ বুকে কতো ঢেউ
কতো ব্যথার গল্প পুড়ে পুড়ে
কতো করে যায় ক্ষয়ে!
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ভাই! ভালো থাকবেন।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০
Subdeb ghosh বলেছেন: অংসখ্য ধন্যবাদ! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।