নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

কষ্ট দেখেছ কী কখনো???

১০ ই মার্চ, ২০২০ রাত ১২:১৪

কষ্ট দেখেছ কী কখনো???
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি কতশত মানুষের চরম অবহেলা।
আমি দেখেছি এক অসহায় নারীর চিৎকার!
আমি যে দিতে পারিনি কাহারে ও কোনো ধিক্কার।
অমিতো দেখেছি এক নিষ্পাপ তরুনী ফেলানীর ঝুলন্ত লাশ!
আমিতো দেখেছি ঐ পাপীদের সুন্দর বসবাস।
তোমরা কী দেখেছ এই কষ্ট???
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি এক ভিক্ষুকের বুকে লাথি!
আমিতো দেখেছি অত্যাচারিদের জীবনের জ্বলজ্বলে সব বাতি।
আমি দেখেছি অসহায় দর্জি বিশ্বজিৎ হত্যা!!
আমিতো দেখেছি হাজার হাজার আত্মহত্যা!
এগুলো কী কোন কষ্ট???
নাহ এগুলো কোন কষ্ট নয়!!
আমি দেখেছি নির্মম বিডিয়ার বিদ্রোহ!!
আমিতো দেখেছি অবুঝ শিশুদের জ্বলন্ত চোখের করুন সেই দাহ!
আমিতো দেখেছি লিমনের উপর র্যাবের
ভয়াবহ হিংস্র অত্যাচার!
আমিতো দেখেছি আমার এই বাংলার সব করুন হাল!!!
আমি দেখেছি একুশে আগষ্টের ভয়াবহ সেই গ্রেনেড হামলা!!
আমিতো দেখেছি নিরীহ জজ মিঞার নামে ভুয়া সেই মামলা!
আমি দেখেছি মানুষ হত্যার কতশত হরতাল!
আমি দেখেছি আমার বাংলার সব করুন হাল!!
কষ্ট দেখেছ কী কখনো??
আমিতো দেখিনি!!
আমি দেখেছি ৭৫ এর সেই ভয়াবহ নির্মমতা!!!
আমিতো দেখেছি শিশু রাসেলের সেই অবুঝ চোখের করুন বেদনা!
এগুলো কী কোন কষ্ট???
নাহ এগুলো কোন কষ্ট নয়!
তোমরা কষ্ট দেখেছ কী কখনো???
আমিতো দেখেনি!!
আমিতো দেখেছি ৭১ এর ভয়াবহ সেই হিংস্র হত্যাকান্ড!!!!
আমিতো দেখেছি কতশত অগ্নিকান্ড!!
আমিতো দেখেছি ৫২ এর ভাষা আন্দোলন!!
আমিতো দেখেছি নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুর সেই মন।
আমি দেখেছি আমার জন্মদাতা
পিতার মাথায় বখাটের লাঠি!!!
আমি দেখেছি কতশত ভয়াবহ জ্বলন্ত সব কাঠী।
এগুলো কী কোন কষ্ট?
নাহ এগুলো কোন কষ্ট হতে পারেনা!!
এগুলো এক প্রতিশোধের অনল-
যা আমায় কখনো ছাড়েনা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.