নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
রাস্ট্রের কাছে আমি অন্ন চাই
চাই বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা!
চারদিকে আজ মহামারী
আজ গৃহবন্দী পৃথিবী
গৃহবন্দী কর্ম
তাতে কি???
আমি রাস্ট্রের নাগরিক!
আমি অন্ন বস্ত্র বাসস্থান হীন
আমি আমার মুখে অন্ন চাই
তুমি দিতে পারোনি
তুমি ব্যর্থ রাস্ট্র???
তুমি আমার সম্মুখ থেকে
উঠাও তোমার অবরোধ
আমি করোনা ভাইরাস বুঝিনা
আমি লকডাউন বুঝিনা
আমি ক্ষুধার্ত!
আমি অন্ন চাই,
চাই কর্ম
তার বদলে???
তোমরা আমায় দিয়েছো পিঠে বেত্রাঘাত
এই কি আমার স্বাধীন মানচিত্র???
আমার লোনা শ্রমে উপার্জিত অর্থে
রাস্ট্রের চাকা চলে।
আমার শ্রমে ঘামে প্রজাতন্ত্রের কর্মচারী
কর্মকর্তাগন সহ
সকল রাস্ট্রীয় আমলাদের বেতন ভাতা
প্রদান করা হয়।
সেই প্রজাতন্ত্রের কর্মচারী আমাকে
কানে ধরিয়ে উঠবস করে!
এই কি আমার রাস্ট্র???
এই কি আমার শিক্ষা???
এই কি আমার মানবতা???
এই কি মহামারী নাকি
রাস্ট্র কর্তৃক মৃত্যু???
০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬
Subdeb ghosh বলেছেন: তবুও লিখতে অসুবিধা কি?
২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: এই দুর্যোগে আসলে কারোও মাথা ঠিক নাই।
০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩
Subdeb ghosh বলেছেন: ঠিক বলেছেন।এই অবস্থায় কারও মাথাই ঠিক নেই।
৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৮
নেওয়াজ আলি বলেছেন: মরণের স্বাধীনতা চাই।
০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
Subdeb ghosh বলেছেন: ঠিক তাই,
৪| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:১৯
আলআমিন১২৩ বলেছেন: কবি সাহেব-কবিতাতো ভালোই লিখেন।বাংগালী চিনেন নাই। এদের জন্য করোনার উপযুক্ত শেফা-মাইরের উপর ঔষধ নাই।
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭
Subdeb ghosh বলেছেন: মাস্ক না পড়লে পিটানোর এই
Barbarous instruction
কে দিলো?
জনসচেতনতা কাজে তো
এমন হওয়ার কথা নয়।
পরিনতি কোন পথে?
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪০
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায়ও আমার দেশের সরকার মানুষের মৌলিক চাহিদা পুরণে আগ্রহি নন - দশগুণ বেশি উন্নয়ন বাজেটেরও ৬০% থেকে ৯০% লুটপাটের বিচারেও সরকার আন্তরিক নন - বর্তমান বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায়ও সরকারে কিন্তু কোনো প্রস্তুতি ছিলোনা - এখনো নেই তেমন উদ্বেগ - আমার বন্ধুর ছেলে চিন থেকে ফিরে এসেছে ২৮ ডিসেম্বর, ২০১৯ খৃঃ - সরকার তারও আগে থেকে প্রস্তুতি নিতে পারতো - তারা মুজিব শতবর্ষ নিয়েই কেবল ব্যস্থ ছিলো কি ? আর সব বাদ ? মানুষের জিবন মৃত্যু কিছু না ? সব তুচ্ছ ? “ম্যান প্রোপোসেস, গড ডিসপোজেস”, দেখলেন তো ? মানুষ ভাবে এক, আল্লাহ করেন আর এক -
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
Subdeb ghosh বলেছেন: মুজিব বর্ষের ক্ষনগননা থেকে আমরা সচেতন হলে আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতো না।
দেশ উন্নয়নের মহাসড়কে দাড়িয়ে,
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অথচ ত্রানের জন্য সাধারন মানুষের হাহাকার,
কি আর বলবো??
কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
ফেরদাউস আল আমিন বলেছেন: আর কি ভাবে প্রতিবাদ করতে চান?
এই সব কাব্য প্রতিবাদ এই সরকার গ্রাহ্য করে বলে প্রতিয়মান হয় না