নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
তুমি কি সেই কষ্টগুলো আলিঙ্গন করেছ কখনো ???
যেগুলো সন্ধ্যার বেদনাতুর আঁধারের মতন,
নিকষ কৃষ্ণ গম্ভীর আর
কদাকার আর্দ্রতায় কাহিল।
কেমন অশ্লীল হাহাকারে
ভেজা, অস্বচ্ছ ;
রিরি করা শরীরের কম্পন যেন!
পূর্ণ আঁধারের মধ্যে ছোপ ছোপ কালশিটে দাগ যেন একাকী বিরাজমান।
সেই কষ্টে বুক ভরে ওঠে যখন, তখন বাতাস কে মনে হয়
মাকড়শার লিকলিকে পা, ক্রমান্বয়ী স্লেটের আচড়।
সেই কষ্টে যেন নিজেকে
খুঁজে পাওয়া যায়না,
বা আর ডান হাত পাশাপাশি থেকেও লাগে যেন একা!
সেই অকালে আযানের সুরকে মনে হয় আহুত দূরাগত কান্না,
আঁধার কে আরও
কালো করে দেয়।
সেই কষ্টে অশ্রুকে
নির্বোধ মনে হয়,
মনে হয়,অনাকাঙ্ক্ষিত
দূর আবহের ঝড়,
সেই কষ্টকে আলিঙ্গন
করেছ কখনো???
কখনো একাকী কষ্টের উন্মত্ত ফেনীল গুহায় ঝাপ দিয়েছ??? যেখানে অশ্রুকে মনে হয় নির্বোধ???
তাহলে উল্লাস কর প্রতি মুহূর্তে, যেন বিষময় সেই কষ্ট তোমাকে কখনো না ছোঁয়।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:০০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ত্রুটি বিচ্যুতি গুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৬
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন,
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ভালো।
তবে আরেকঊ গুছিয়ে লিখতে চেষ্টা করেন।