নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

অজানা অন্তপুরে

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

আমাকে দূরে চলে যেতে হবে
দূরে অনেক দূরে ----
এই লোকালয় থেকে নির্জনে
অজানা কোনো অন্তপুরে !!
যেখানে কেউ কোন ভাবে
পাবে না আমার দেখা ,,
যেখানে দিন ক্ষণ তারিখ
কিছুই রবে না লেখা !!
জানি না আমি এমন জায়গার
মিলবে কি কোনো সন্ধান???
এমন জায়গা যেথা কিনা
হবে নদী বা ঝিলের কাছাকাছি,
সেখানে মন ছুইয়ে মাটিকে
পানির পাশাপাশি ।।
দমকা হাওয়া উড়িয়ে আনে
পাতায় পাতায় আলোড়ন -
আমি একা সেই সব দৃশ্য
করিবো অবলোকন !!
মর্মর ধ্বনি মনে এনে
দিবে এক চাঞ্চলতা,
পাখিরা উড়ে যাবে শূন্যে
রঙিন ডানা মেলে --
সেই স্থানেই যেতে চায় মন
আমার সব কষ্ট ভুলিতে !!
সেখানে থাকবে না কোনো
প্রতিবন্ধী কষ্ট সমাজের হতাশা,
থাকবে না কোনো
জ্বর-ব্যাথি-করোনার
শোক আর নিরাশা !!
একা একা প্রতিবন্ধী
জীবন নিয়ে থাকবো,
কেউ পাবে না আমার খোঁজ,
সেখানে থাকতে হবে না
সমাজের অবহেলার কষ্টে
মুখটা লুকিয়ে,
আমাকে চলে যেতে হবে
দূরে অনেক দূরে,
যেথায় সমাজ পাবে না
আমায় পৃথিবীটা ঘুরে !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৯

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.