নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ক্যানভাসে

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

হে যন্ত্রনারা আজ অন্তত আমাকে মুক্তি দাও,
কত দিবস নিশী কপাট পড়েনি
এ পোড়া দুচোখে।
নিদ্রাহীন কেটেছে যেন
বহুকাল বহু বছর-
স্বপ্নেরা হাতছানি দিয়ে ডাকেনি
কতকাল কত বসন্ত,
বহুবছর ছুঁয়ে দেখা হয়নি স্নিগ্ধ সকাল,
ছুঁয়ে দেখেনি ভোরের আলো,
বাতাস,শিশির।
সহস্র রাত্রি কেটেছে একা রাত
জাগা পাখি হয়ে--
ঠিকানা বিহীন আমি হয়েছি
এই শহরের যাযাবর।
দূর আকাশে তাকিয়ে দেখি
জ্বলছে এখনো ধ্রুবতারা,
ভেবে ভেবে নিশ্চিত সেও বুঝি আমার মত একাকি,
নিস্তব্ধ প্রহরে ঘুমন্ত শহর কোথাও
কেউ নেই জেগে ।
স্মৃতির ক্যানভাসে যতনে
আঁকা ছবি দিচ্ছে উঁকিঝুঁকি।
হ্রদয়ের আয়নাতে ভেসে উঠে
চিরচেনা মুখটি তার,
আজ আর ভয়ে ভয়ে তাকাতে হয়না
তার পানে,
কেন যানি কেন???
হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে এলো
নোনা জলে-
উথলে পড়া ঢেউগুলো নীরবে ভাঙ্গে
এ মনের তীর দুটি যেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৫

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

২| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৫

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর। করোনা অসুন্দর।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৬

Subdeb ghosh বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.