নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
জটিলতা গুলো তখনই তৈরি হয়, যখন কোনো সম্পর্কে দেনা পাওনার হিসেব চলে আসে।
আজকাল উদার মন মানসিকতার মানুষের বড় অভাব। মানুষের অবয়বে অমানুষগুলো রঙিন ফানুসের মতো এখানে সেখানে উড়ে উড়ে বেড়ায়। সুযোগ খুঁজতে থাকে নিজের অবস্থান আরো সুদৃঢ় করার।
কিন্তু কি লাভ তাতে???
অনৈতিকার পথে মানুষকে ঠকাতে যতটা পরিশ্রম তাদের করতে হয়,
তার চেয়ে অনেক কম শ্রম দিয়েই জয় করা যায় অজস্র হৃদয় নীতির পথে।
অবশ্য একবার যারা সম্পর্কের ব্যাপারে বেরসিক হয়ে যায়, তাদের জন্য পূনরায় নিজেকে সংশোধন করা কঠিন বিষয়। এতো ধৈর্য্য তাদের কোথায়???
তারা তো নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়েই নষ্ট পথে হাঁটছে।
কিন্তু সবাই তো একই পথের পথিক হতে পারে না।
মাঝেমাঝে ভাবি, মানুষগুলো কিভাবে বদলে যায়???
নিজেকে বদলে ফেলে???
জন্মের পর থেকে বাবা-মায়ের ভালবাসার
গন্ডির ভেতর মনুষ্যত্ব গঠনের যে শিক্ষা আমরা পেয়ে থাকি,
শেষ পর্যন্ত কয়জন তা মনে রাখতে চেষ্টা করি!
রঙিন ফানুস আমাদের চোখ ঝলসে দেয়।
আমরা অন্ধ হয়ে যাই।
এরপর???
আঁধার হাতরে আলো খুঁজে ফিরি।
জীবনতো একটাই। কাঁদবো কম, হাসবো বেশি।
তাই পথ চলতে হবে সঠিক বিবেচনায় যোগ্য মানুষের সাথে।
০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৪
Subdeb ghosh বলেছেন: হাসি দিয়ে দুঃখটাকে আড়াল করতে চাই,
ধন্যবাদ
২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: THERE ARE ONLY TWO WAYS TO LIVE YOUR LIFE AS THOUGH NOTHING IS MIRACLE,
OR AS THOUGH EVERYTHING IS MIRACLE.
(A.Einstein)
০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৮
Subdeb ghosh বলেছেন: Thanks, stay well.
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩
নেওয়াজ আলি বলেছেন: কে কাঁদতে চায় । কেউ না । হাসি দিয়ে দুঃখটাকে করবো এবার জয় ।