নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

করোনাকালের প্যাঁচাল!

০১ লা জুন, ২০২০ দুপুর ১২:২১

কি এক কঠিন সময় পার করছি!
এই সময়ে পৃথিবী ব্যাপী মহামারী,
করোনা মহামারী! যাকে কোভিড ১৯ বলা হয়! কোভিড ১৯ এর গ্রাসে একটি ভয়াল সময় যাচ্ছে। তার মধ্যে আমাদের উদারতার ভাণ্ডার খাটো। একদিকে সহজে পরীক্ষার করার
সুযোগ অন্যদিকে তার অনুমোদন নেই!
বহু ত্রাণের খবর।
কিন্তু সব জায়গায় যাচ্ছে কি???
কেমন যেনো হজবরল অবস্থা।
যারা অর্থের প্রাচুর্য গড়ে তোলেছেন তাদের কথা ভিন্ন। কিন্তু,যাদের দিন এনে দিন খেতে হয়। কিংবা মাসিক আয়ের উপর নির্ভর।
তাদের অর্থ কষ্ট অন্যদিকে করোনার
নিষ্ঠুর আগ্রাসন।
খরচ জোগাবো কোথা থেকে???
আমাদের মতো যারা টেনেটুনে সংসার
চালাচ্ছেন???
তারা এই দুঃসময়ে কি করছেন???
মাথাটা কেবল ঘুরে! চড়কির মতো ঘুরে!
কিছু মানুষের জীবন এমন চড়কির মতো সারাটা জীবন ঘুরতে ঘুরতে যায়।
তারপর হঠাৎ ছিটকে পড়ে দূরে কোথাও??
শেষ হয় এমন সব জীবনের করুণ অধ্যায়।
খুব কাছে থেকে দেখলাম। জীবনের প্রতিটি মুহূর্ত পলে পলে উপলব্ধি করলাম।
কারোর কারোর জীবন কঠিন গ্যাঁড়াকলে আটকে যায়। একদল মেধাহীন অলস চতুর মানুষ তাকে আটকে ফেলে। বিশেষ করে যে মেধা ও পরিশ্রমে পরিবর্তন আনতে চায়! অন্যদিকে চুরি চামারি জোর-জবরদস্তি করে যারা চলে তাদেরই দেখলাম বেশ সুবিধা।
তাদের দ্রুত বেশ সঙ্গীসাথী জোটে।
জীবনের একটা দিক তাদের উজ্জ্বল অন্তত তারা কখনও অর্থকষ্টে ভোগে না।
সব সময় কোনো না কোনো রাস্তা বের করে ফেলে! তারা নিজেদের অনীতিকর কাজ জায়েজ করতে গিয়ে চারিদিকে দুর্নীতি ঢুকিয়ে দিয়ে সব সর্বনাশ করে ফেলে।
তাদের বিবেক আটকায় না।তারা সব পারে। পারেই বলেই একের পর এক সব খেয়ে খেয়ে সাবাড় করে ফেলে।
কে বাঁচলো???
কে মরলো???
তার কোনো ধার ধারে না।
কত কিছু যে দেখলাম!
এগুলো ভুলা যায় না। ফাঁকে ফাঁকে লিখার চেস্টা করি,দেখি মনটা হালকা হয় কিনা???
সাথে শারিরীক অসুস্থতায় চলতে পারিনা,
তারপরেও ভয় মনের মধ্যে।
প্রতিদিন আমাকে অনেক কাজ করতে হয়। অনেক ছোটাছুটি করতে হয়।
আজকাল বেশ হয়রান লাগে।
যা করোনার কালের পূর্বে দেখা যায় নি।
ব্রেক বড় খারাপ জিনিষ।
আর বার বার ব্রেক তা মানুষকে
বড় দুর্বল করে তোলে।
পরিশেষে বলি, মানুষ তার সততার মূল্য কোনো কালেই পায় না। শেষে থাকে পরকাল। আজকাল বিশ্বাস এতটা নিচে নেমে গেছে যে মনে হয় পরকালটাও চোর-বাটপারেরা কোনো না কোনো উপায়ে দখল করে রাখার চেষ্টা করবে। কারণ, যে অভিজ্ঞতা নিয়ে তারা দুনিয়া ছাড়ছে তাতে করে খুব একটা বিফল মনে হয় হবে না। বেশ ভূষায় দেখতে তারা একেকজন দরবেশ। যে কারোরই খটকা লাগতে পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: সাবধান থাকুন। সর্তক থাকুন।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১২

Subdeb ghosh বলেছেন: আপনিও ভালো থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.