নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
রাতে ঘুম হয়নি।
হওয়ার কথাও নয়।
অনেকগুলো করোনা সংক্রান্ত লেখা
পড়ে কিছুটা দুশ্চিন্তাবোধ করছি।
জাতিসংঘের একটি রিপোর্টে দেখলাম তিনমাস পর বিশাল মৃত্যুর ঝুঁকির দিকে পৃথিবী ।
ঘুম আসে কি করে???
ক্লান্তিকর সকাল থেকে
কাজ করতে হয় বারোটা পযন্ত,
খুব বিরক্ত হই,
বছরের পর বছর দুর্ভোগ কার
ভালো লাগে???
আমাদের জীবনতো গেল
দাবানলের উপর বসে।
সামনে কি হবে???
ঘরের কাজগুলো আমাকে আজকাল
বেশি অস্থির করে তোলে।
ঘরের কাজ শেষ হতে চায়না।
শরীর ভালো থাকলে কোন
রকম হয়ে যায়।
যেদিন ক্লান্ত বা অসুস্থ থাকে সেদিন চরম বিরক্ত হই।
সবকিছু এলোমেলো হয়ে গেল।
লম্বা এবং ভীষন কস্টকর একটা
সময় পার করেছি বলে
বুঝানো যাবেনা।
বিশ্বব্যাপি মহামারী থামিয়ে দিলো এক ঝটকায়,
অন্যদিকে বাবার অসুস্থতা,
আমি কি করতে পারি??
ধৈর্য্য ধরা ছাড়া???
তবে বড় কস্ট হয় দীর্ঘ সময় এভাবে নিজেকে ধৈর্যের বাঁধনে শৃংখলিত করে রাখতে।
এ সব আমি কেন লিখছি???
এর সমাধান তো আমারই করতে হবে।
তবু লিখছি বাস্তবতা লুকানোর
কোন প্রয়োজনবোধ করি না আমি কোনদিন।
এর পিছনে বড় কারন হলো
ভবিষৎত প্রজম্নের অধিকতর
সচেতনতার জন্য।
তাদের জানিয়ে যাই,
কোন প্রকার আবেগ কাজ
করে না জীবনের হিসেব-নিকেষে।
আমার জীবনে আমি যে কতটা
বিব্রতকর অবস্থায় পড়েছি তার
গল্প বলে শেষ করা যাবেনা।
তবে এর বেশির ভাগ ঘটনা
নিজের জন্য সৃস্টি হয় নি।
অতি আবেগপ্রবন মানুষের হেয়ালীপনায়
জীবন বার বার অতিষ্ট হয়েছে ।
আমি এই ঘুরপাকের চোরাবালি
থেকে বের হতে পারিনা।
আমি বের হয়ে গেলে
বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়ে যাবে।
তা ভাবতে ইচ্ছে করে না।
তবে বের হওয়ার জন্য
মনটা অস্থির।
আমাকে এবার বের হতে হবে।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩৯
Subdeb ghosh বলেছেন: জ্বী! ভাই, ভেবে শেষ করতে পারছিনা,কি হবে?
আগামীর দিনগুলোতে।
২| ১৪ ই জুন, ২০২০ রাত ১২:২১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:৪০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন।
৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:৪০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন।
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:২৬
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ঘুম আমারও একটু কম ছাত্র জিবন থেকে - মার্চ ২০২০ থেকে আরো কম - মনপ হয় আমার থেকে নতুনকে বিচ্ছিন্ন করতে করোনা এসেছে - ১৩ ও ১৪ মার্চ ছিলাম একত্রে- যদি জানতাম আলাদা হোতাম না -
১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫
Subdeb ghosh বলেছেন: জীবনের কঠিন সময় গুলো একাই পাড় করতে হয়।
প্রত্যেকটি মানুষের পৃথিবী আলাদা,
আপনার সঙ্গে আমার মিলবে কেমন করে?
করোনায় আমার এখন পযন্ত প্রান না নিলেও,
সব উলটপালট করে ফেলেছে।
আপনার এই গল্পগুলো শুনতে চাইনা।
আমি স্পাইদের ঘৃনা করি,
বাস্তবতাকে মেনে নেই নীলকন্ঠের মত গিলে খাই।
মিথ্যাকে প্রশ্রয় দেইনা।
স্পাইরা বিপদগামি হয়,
এদের থেকে ভালো কিছু আশা করা নেহাত বোকামি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: আপনার মতো সবার মনের অবস্থা।
কি করার আছে কেউ তা জানে না।
অনিশ্চিত।