নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
পারিপার্শিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জীবনকে উপভোগ করা ভুলে গেছি।
তাই মিত্যুকে আপন মনে হয়।
কেউ কথায় কথায় মিত্যু চায় কেউ আবার অসহ্য হয়ে
আত্নহননের পথ বেছে নেয় ।
কি অদ্ভুত আমাদের জীবন।
আরো বৈচিত্র্য তা যাপনে,
জীবনের এই বৈচিত্র্যতায় থাকে হাসি-আনন্দ,দুঃখ-কষ্ট,পাওয়া না পাওয়ার
কত হিসেব নিকেশ???
বেশিরভাগ মানুষ জীবনের
এই পরিক্রমায় হতাশাকে
আলিঙ্গন করে বসে থাকে।
জীবন বড় অসহ্য মনে হয় তাদের কাছে,
এদের মধ্যে কেউ কেউ আছে আত্নকেন্দ্রিক।
কারো কাছে এরা সহজ ভাবে
কোন কিছু প্রকাশ করে না।
কেউ আবার এর বিপরিত।
নিজেও ভালো থাকেনা,
অন্যকে ভালো থাকতেও দেয়না।
নিজের অস্থিরতায় ঘিরে রাখে
আশে পাশের সবাই কে।
কারো ভালো থাকা কিংবা মন্দ থাকাটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো,
একজন হাসলে যেমন
পাশের জন হাসে,
একজন কাঁদলে বা কস্টে থাকলে তার ছায়া আশে
পাশে ছড়িয়ে পরে।
একসময় প্রায় পুরো পরিবার
হাসতে ভুলে যায় ।
তারা দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে
একসময় ক্লান্ত হয়ে পরে এবং
দ্রুত মৃত্যু কামনা করে ।
কিন্তু,ব্যাপারটা যদি দুটোর কোনোটাই না হয়ে বেঁচে থাকার সত্যিকার উদ্দেশ্য জানা হতো,তাহলে আর যাই হোক
বিষাদ ভর করতো না
মগজে মগজে।
বেঁচে থাকার আকুলতা
থাকতো প্রানের মাঝে ।
পাশে বসে প্রিয়জনের হাতটা
ধরে দুদন্ড কথা বলার জন্য অস্থির থাকতো মন।
পরিবারের প্রতি আত্নিক টানে
যে যেখানেই থাকি না কেনো ঘরে ফিরে আসার জন্য অস্থির থাকতো মন।
এতো বিষাদ?
এত অস্থিরতা?
অথচ করোনায় মিত্যু থেকে
বেঁচে থাকার জন্য কি আপ্রান চেস্টা চলছে আমাদের ।
আসলে জীবন এটাই।
সবকিছুর পরেও বেঁচে থাকার
লড়াই চালিয়ে যাওয়া এবং লড়াইয়ের মাঝেই
মানুষকে ভালোবাসা।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
২| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৯
নেওয়াজ আলি বলেছেন: বাহ্,দারুণ লিখেছেন
১৬ ই জুন, ২০২০ রাত ৮:০০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:২০
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মৃত্যু্কে "মিত্যু" কি বিশেষ কিছু বোঝাতে লিখেছেন ? না কি মুদ্রণ প্রমাদ বা Printing mistake ?
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:২১
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মৃত্যু্কে "মিত্যু" কি বিশেষ কিছু বোঝাতে লিখেছেন ? না কি মুদ্রণ প্রমাদ বা Printing mistake ?
১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯
Subdeb ghosh বলেছেন: এটা আমার লিখার ভুল।
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।