নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
যদি বলি কি পেলাম জীবনে???
তবে বলতে হয় কিছুই পাই নি
কেবল একের পর এক হারানো ছাড়া।
অনেক কিছু হারিয়েছি। মূল্যবান সময় গেলো।
আপন মানুষেরাও আগে আগে
অভিমান করে চলে গেলো।
সাথে সাথে সকল অগ্রগতি থেমে গেলো।
আমার কত কিছু হারিয়ে গেলো!
যা হারাবার তা কি আর কোনোদিন কখনও পূরণ হয়???
অবশ্য পূরণ হওয়ার কিছু নেইও।
সবই হারানোর দলে।
এখানে আমার চাওয়া-পাওয়ার
মনে হয় কিছুই ছিলো না।
যা ছিলো আমি সব হারিয়েছি।
হারাতে হারাতে আমি এখন ক্লান্ত।
একদিন আমি নিজে হারিয়ে যাবো মহাকালে অতি ক্ষুদ্র অদৃশ্য বিন্দু-কণার মতো।
কোনো এক অলস সময়ে মনে করতে পারে একদিন কেউ হয়তো সে-ও ছিলো এই ধরণীতে।
যদিও তার সম্ভাবনা কম।
আজকাল কে কার কথা মনে রাখে???
সামনে উজ্জ্বলতর কোনো বস্তুর
কাছে আর সব বিলীন হয়ে যায়।
নিকট অতীত থেকে দূর ভবিষ্যত পর্যন্ত।
বর্তমানই বাস্তবতা।
আমি সর্বদা নিঃসঙ্গ ছিলাম, নিঃসঙ্গ আছি,
কঠিন নিঃসঙ্গতা নিয়ে একদিন হঠাৎ চলে যাবো সকল যোগাযোগ পেছনে ফেলে রেখে।
প্রত্যেকটি মানুষের কঠিন অভিমান থাকে।
এ হলো মানুষের নির্মম নিয়তি।
আমারও অভিমান কম নয়।
বুকের মাঝে অভিমান জমা হয় শুধু।
অনেকে এরই মাঝে সুখে ভরপুর থাকেন।
তাদের নিয়ে আমার হিংসে হয় বৈকি।
তবে তাদের ভালোবাসি না এ
কথা বলা যাবে না।
মনটা আমার বড় নরম।
উপর দিয়ে শক্ত হলেও কখনও কত কথা মনে করে বুকের মাঝে শীতল কষ্ট বইয়ে দেই।
দিনের মাঝে এমন বহুবার হয়।
সত্যি বলতে ভালোবাসি আমি সবাইকে।
সবারই মঙ্গল কামনা করি।
চেষ্টা করি সবার উন্নত জীবন গড়ে দেয়ার।
মানুষের তরে মানুষের জীবন।
মানুষই মানুষের পাশে থাকবে।
এটাইতো হওয়া উচিত।
কিছু অমানুষ আছে তাদের পাশে গিয়ে জীবন উৎসর্গ
করার আবার কোনো মানে হয় না।
এক সময় ভুল করেছি।
এরপর বহুদিন হয়ে গেলো আর ভুল করি না।
বলতে গেলে তখন আবাল ছিলাম।
সমাজে ভালো-মন্দ চিনে চলতে হয়।
দেখলামতো কত অমানুষেরা
শুধু নিতে জানে দিতে জানে না।
নিতে নিতে একদিন ফোকলা
করে দিয়ে চলে যায়।
যখন বুঝতে শিখলাম তখন থেকে
তাদের সাথে আমি থাকি না।জীবন একটাই।
এ জীবন আমি বড় ভালোবাসি।
এই মহা মূল্যবান জীবনের
সামান্যতম অপচয় করাও ঠিক নয়।
তবুও স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়,
ইচ্ছে হয়,সময় পেলে দূরে কোথাও
নির্ঝঞ্জাট দু-একটি ভ্রমন।
আমার জীবনে বরাবরই খুব সাদাসিদা টাইপ।
অনেকে বুঝতে পারে না।
ভাবে আমার হতাশা বুঝি প্রচুর
টাকা-পয়সা ধন-সম্পদের জন্য।
এটা তাদের ভুল ধারণা।
বরঞ্চ টাকা-পয়সার ভোখা মানুষদের আমি একদম পছন্দ করি না।
তাদের জীবন ভিন্ন।
আমি চেয়েছিলাম একটি ঝামেলামুক্ত জীবন।
কখনও কারো কাছে খাটো না হতে হয় এমন।
কেউ যদি মূল্য না দেয় তারা
ছায়া মাড়াবো না কোনোদিন।
এ জগৎ সংসার আমার সেই
কামনা পূরণ হতে দেয় নি।
এ নিয়ে আর দুঃখ করতে চাই না।
থাক না এই প্যাঁচাল বাকিটা সময় বাদ দিয়ে।
চেষ্টা করবো এমন লেখা যেনো আর না লিখতে হয়।
এবার থেকে মনটা শান্ত রাখতে চাই।
২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১৫
Subdeb ghosh বলেছেন: জ্বী! ভাই শান্ত রাখা কঠিন! ধন্যবাদ!
২| ২০ শে জুন, ২০২০ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: সাদাসিধা জীবন যাপন করা ভাল।
তাতে সুখ বেশি পাওয়া যায়।
+++++
২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১৫
Subdeb ghosh বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাই ।
৩| ২০ শে জুন, ২০২০ রাত ১০:২১
আমি তিতুমীর বলছি বলেছেন:
??? এতগুলো প্রশ্নবোধক চিহ্ন কবিতার সাথে মানানসই না,
চমৎকার লিখেছেন।
২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১২
Subdeb ghosh বলেছেন: বলতে পারেন এটা আমার বদঅভ্যাস!
যানি এগুলো মানানসই না,
তবুও প্রশ্নবোধক চিহ্ন দিলে কেন যানি ভালো লাগে,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ২১ শে জুন, ২০২০ রাত ১২:০৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন ।
২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
৫| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৬
কানিজ রিনা বলেছেন: এই অসীম ভালবাসার দড়িয়ায়
কি দিতে পেরেছি,কি পারি নাই
মনজগতে একথা বিশ্বাস করা
হোল সফল মানুষ।
কি পেলাম না অনেক করলাম
সে কথা বলে অসফল মানুষ।
আমি ভাবি কতটুকু করেছি আরও
অনেক কিছু করতে পারলে ভাল
হতো, কিন্তু এখন তো দিন শেষ।
বেশ ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: মনটা শান্ত রাখতে পারলেই অনেক কিছু সম্ভব।