নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
ব্যস্ততা দেখাইনি কখনো,
অচেনা আকাংখা টেনেটেনে তোমার কাছে নিয়ে যেত,
কতো শত কাজের ফাঁকে ও ঠিক সময় বের করে তোমাকে দিতাম উষ্ণ প্রেমের সবল ছোয়া।
নিরুপায় তৃষ্ণায় বুকের ভেতরে চলতো যুদ্ধ -ঝড়,
তোমার কাছে শুধু যেতে চাইতো,
তুমি সময় পেতে না।
বেয়াড়া মাতাল শিমুলের মতো দুলতো নিরুপায় দিনমান,
শুধু তোমাকে দেখতে চাইতো প্রতিদিন,
রোজ রোজ,।
বিপদবার্তা নিয়ে আতংকিত মৌসুমী জীবন ,
শুধু একবার দেখবো
বলে ফাঁকি দিতাম,
শুধু একবার দেখবো বলে!!
চৌকাঠ পেড়ুলেই সবল বন্যা,
জল প্রপাত ভেঙে ফেললে ও এক বুক তৃষ্ণা নিয়ে তোমার কাছে যেতাম,
তুমি শুধু ব্যস্ততা দেখাতে,
মুখের উপরে অজুহাত
ছুড়ে মারতে,
দুরে যাবার বাহানা।
আজও সেই তুমি ব্যস্ত ভীষন তুমুল তুফানে উড়ে যাওয়া কাঠুরের চালের
মতো তোমায় আমায় এতোদুর নিয়ে গেছে,
কত দিন হলো তোমার
আমার দেখা হয় না।
আমার ফাঁকা সময়
ঠিকই বেড়ুতো,
ব্যস্ততা দেখাতো না,
কালো রাতের অতলে আজও পড়ে আছে তোমার জন্য,
আজ অজস্র সময়,
ব্যস্ততা নেই কোন,
আজও তোমায় ভেবেই
রাত জাগি।
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭
Subdeb ghosh বলেছেন: জীবন একটাই,
কিন্তু মনের সাথে যুদ্ধ করা কঠিন,
ধন্যবাদ!
২| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে মনের আবেগ। কবিতায় মনের আবেগের কথাই লিখেছেন আপনি।
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৫
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
৩| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২০
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ প্রকাশ।
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
৪| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৯
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: চমতকার -
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ দাদা!
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। ভুলে যাওয়াই ভালো
মন মিললে মেলা নাইলে একলাই ভালা। কারণ জীবন একটাই