নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
যেই বিশ্বাস বুকে নিয়ে পাহাড়
টেনেছিলাম একদিন,
সেই বিশ্বাস খুব ক্ষীন হয়ে গেছে,
পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে।
জলন্ত কয়লা হাতে নিয়ে ও স্বস্তির নিঃশ্বাস ফেলতাম একদিন শুধু বিশ্বাসের জোরে ,
শুধু তুমি পাশে ছিলে বলে কায়রো
বাজারে আমি যেতাম,
আলোর মতো ছিলে এই রাতের নগরীতে।
বিশ্বাস ছিলো বুকে,
কখনো বাতি নিভে অন্ধকার নেমে আসবে না,
খুনসুটি তে লিপিবদ্ধ থাকবে চিরজীবন।
শুধু তোমায় বিশ্বাস করতাম বলে,
দিন রাত কে এক করতাম,
কাঠের ভেলার নাবিক হয়েছিলাম,
বহুদুরের যাত্রায় জীবনকে উদাসীন
ভেবে ভাসিয়ে দিয়েছিলাম।
শুধু তোমায় বিশ্বাস করেছিলাম বলে পরিনামে ভিন্ন কিছুর স্বাদ পেলাম,উল্টো কিছু।
অজানা জীবনের মানে শিখলাম
বুনো কাঠের ভেলায় সমুদ্র পার
করা যায় না বুঝে গেলাম।
চারোদিকে মিথ্যের গন্ধ পাই এখন,
যেদিকে তাকাই শুধুই মিথ্যার বালুচর,
সত্য আজ বোকা হয়ে গেছে অবিশ্বাসের কাছে,
অন্ধ হয়েছে শুধু তোমায় বিশ্বাস
করেছিলাম বলে।
শুধু তোমায় বিশ্বাস করেছিলাম বলে এখন নিজেকেই অবিশ্বাস করি প্রতিনিয়ত।
২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪২
Subdeb ghosh বলেছেন: সেই অপেক্ষার প্রহর গোনা।ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৩
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ রাজিব দা।
সব সময় অনুপ্রানিত করার জন্য।
৩| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২০
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: এতো সকালে (সহজে) হতাশ হওয়া চরবে না - বিশ্বাস হারানো চরবে না- যাকে অবিশ্বাস করছেন - তার সমস্যা আগে জানার চেষাটা করুন - জিবন অনেক বড়ো - এক একটি দিন ২৪ ঘন্টা - প্রতি ঘন্টা ৬০ মিনিট - প্রতি মিনিট ৬০ সেকেন্ড -
২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯
Subdeb ghosh বলেছেন: যতবার বিশ্বাস করেছি ততবার প্রতারিত হয়েছি। তবুও বিশ্বাস করি। এই বিশ্বাস আমার জীবনকে এমন এক প্রশ্নবোধক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে; সেখানে আর কোন উত্তর নেই। কেবল সীমাহীন শূন্যতা। কেউ কোনদিন কারোর হতে পারেনা। কেউ কোনদিন কারোর জীবনে শান্তি দিতে পারেনা । দিতে পারে কেবল অসহনীয় বেদনা। সুখের আশায় ছুটতে- ছুটতে মানুষ এসে পড়ে মৃত্যুর কাছে।।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪২
নেওয়াজ আলি বলেছেন: হতাশ হবেন না । একদিন সব জালিমের দিন শেষ
হবে। সোনালি দিন ফিরে আসবে।