নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

তোমায় জুড়ে

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১

ভ্রুর তিন ভাঁজ পেখম মেলে
উদাসীন পাখির মতো।
একা একা পার হয়ে যেতো কতো সময়?
কত চাওয়া পাওয়ার অবসান ঘটেছে
আমার স্বার্থের এই নগরে,
সাঁতার না জানা মাঝির মতো
কত নদীতে ডিঙি বেয়েছি?
কাদাঁখোচা পাখি যেমন কাদাঁয় দাগ করে যায় ,তেমন বহু দাগ আমার শরীরেও আছে,
নির্ধাধায় সব এই তো মেনে নিয়েছি।
সব সহ্য করার অভ্যাস ছিলো,
লৌহের মতো শক্ত হয়েই ছিলাম,
সব কিছু আজম্ন কাল ধরে তো
একই ভাবে মাথা পেতে নিয়েছি।
সমস্ত যন্ত্রনা মাথা পেতে নিয়েছি,
পুরো পৃথিবীর যাবতীয় গ্লানি দুঃখ,বেদনা,
সুতোয় বেধেঁ ঘুড়ির মতো উড়িয়েছি,
মেনে নিয়েছি হাসিমুখে।
শুধু তোমার না থাকাকে মেনে নিতে পারি নি,
তোমার না থাকাই ভেঙে দিয়েছে অধিক,
তোমার শুন্যতা জুড়েই বিনষ্ট
নগরে প্রথম সাইনবোর্ড ।
তোমার গল্প জুড়েই হতাশা,
তোমার নাম জুড়ে এক পৃথিবী কান্না,
আর নীরব আত্নচিৎকার।
যেনো মাকড়সার জাল মুখে জড়িয়ে গেছে,
শ্বাস বন্ধ হয়ে গেছে জলে ডুবে।
একা হয়ে গেছি কবরস্থানে
রেখে আসা লাশের মতো।
এতোটা একা হয়নি আগে,
যতটা তুমি করে দিয়েছো।
এক পৃথিবী ভর্তি যন্ত্রনা এতো
কাদাঁয় নি যতটা তুমি কাদিঁয়েছো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে শুধু আনন্দ না অনেক দুঃখ যন্ত্রনাও আছে।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৯

Subdeb ghosh বলেছেন: একটির সাথে অন্যটি জড়িত!
ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য!

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা

২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! মন্তব্যের জন্য,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.