নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প

২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:০১

অনেক দূরে থাকলেই কি দূরত্ব বেড়ে যায়???
কিছু মানুষ তো পাশাপাশি থাকা
সত্বেও তাদের মধ্যে আলোকবর্ষ দূরত্ব থাকে!
এই যে, তুমি আমি এতো কাছে আছি,
অথচ আমাদের মধ্যে এতো দূরত্ব।
চাইলেও তা কমাতে পারবো না।
আমার যে হৃদয়ে দূরত্বের ব্যাধি হয়েছে,
তোমার অবহেলা,অবিশ্বাস,আর ধোঁকায়!
এই ব্যাধি আর সারবে না।
বরং দূরত্বই থাকুক!
জানো,এখন আর বোকা আবেগ
গুলোর প্রশ্রয় দিই না।
খুব কড়া শাসনে নিয়ন্ত্রণ করি।
তারপরও কেনো অন্তরে মায়া জাগে???
তোমারও কি কখনো এমন মায়া হয়???
অনুভূতি গুলো কি এখন
হামলা করে রাতবিরেতে,
সে ই আগের মতো???
জানো,সব এলোমেলো হয়ে গেছে আমার।
তারপরও আমি প্রতিনিয়ত এই নিষ্ঠুর
পৃথিবীর নিয়ম মেনে চলছি,
বয়ে যাচ্ছি প্রবামান জীবনের সমুদ্রের স্রোতে।
হয়তো এই স্রোতে হৃদয়ের শিলালিপি থেকে মুছে যাবে
একদিন আমার দেয়া তোমার অপ্রিয় নাম !
তবুও ঘুচবে না এই দূরত্ব।
জানো,আমার হারিয়ে যেতে
ইচ্ছে করে মাঝে মাঝে।
কিন্তু,নিয়তির হাতে বন্দি,
আমার অনুভূতি আর তোমাকে তিক্ততা নিয়ে অনুভব করতে হবে না,
কারণ অনুভূতি গুলোর মৃত্যু দন্ড দেয়া হয়েছে!
কার্যকর হবে শিগ্রই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১:৩০

সাগর শরীফ বলেছেন: ভাল লেগেছে ❤

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:১০

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১:৪৮

রামিসা রোজা বলেছেন:
ভালোবাসা কখনোই তার অনুভুতিকে মুছে ফেলতে দেয় না
এমনকি মরে গেলেও না ।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:১১

Subdeb ghosh বলেছেন: সত্যি অনুভুতি কখনো মরে না।

৩| ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:০৫

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:১১

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই,

৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:১১

Subdeb ghosh বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজিব দা।

৫| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৭:২৫

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: অনুভুতিগুলোই আগামিতে স্মৃতি হয়ে ভাসবে - অনুভুতিকে মেরে ফেললে বাচবেন কি নিয়ে ? অনুভুতি হলো বেচে থাকার অবলম্বন -

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

Subdeb ghosh বলেছেন: ভাল লাগার অনুভূতি গুলো সাময়িকভাবে বিশ্রাম নিতে শুরু করে।
কোন কারণ নেই, কোন ব্যাখ্যা নেই, তবুও এক ভূতা অনুভূতি কেমন করে চারপাশের সবকিছুকে
কেমন বিরক্ত এবং অসহনীয় করে তুলে তা বলে বা লিখে বুঝনো কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.