নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
চারিদিকে ঘোর অমাবস্যার অন্ধকার
হুতুম পেঁচার ভয়াতুর ডাক।
পথিক পথ হারিয়ে দিকবিদিক শূন্য
একটু আলোর সন্ধানে ডাগর
ডাগর চোখ।
হায়েনেরা রক্তাক্ত মুখে মানুষের
লাশ নিয়ে খেলায় মত্ত।
শঙ্খচিলের থাবায় মানুষের পিঞ্জর
ক্ষত-বিক্ষত
সমুদ্রের উত্তাল ঢেউয়ে মাঝি
মাল্লারা ডুবন্ত সৈনিক।
যাত্রীদের অন্তরে দাবানলের
অগ্নিশিখা সৃস্টি দৈনিক।
পিছিয়ে যাওয়ার পথ সেটাও পিচ্ছল
এগিয়ে যেতে হবে সেটাও পঙ্কিল।
শেষ লড়াই এর হুঙ্কার
যুদ্ধ বিজয়ের ঝংকার ।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
Subdeb ghosh বলেছেন: শুভ কামনা রইলো।ভালো থাকুন
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪
এ.এস বাশার বলেছেন: লেখার মধ্যে মাদকতা আছে। শুভকামনা রইলো।
০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০২
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।