নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কোথায় দাঁড়াবে আজ?
পা জানে না পায়ের ঠিকানা !
পদ্মা কাঁদে যমুনা কাঁদে অসংগত বীর্যপাতে ,
ক্ষুধার কাছে আমার কবিতা পরাজিত।
এখন শুধু অদূরে দাঁড়িয়ে ভাবি,
কবে হবে প্রকৃতির নিজস্ব নিয়মে সূর্য রাহুমুক্ত,
শেষ হবে হারেমের ঋতু !
গর্ভবতী মেঘ পূর্নিমার মুদ্ধ চরাচরে আর কত ক্রুশ বিদ্ধ হবে?
২| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: ভালো।