নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন _বিরহ_জিতে_যায়-

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৭

--- ক্রিং ----ক্রিং ---- ক্রিং ---
-- হ্যালো, কাকে চাই এতো রাতে ??
নিশ্চয় ধ্রুবের সাথে কথা বলছি ?
কে আপনি ??
আমি, অনু।
অনু !
-- হুমম, অনু,
কলেজে তোমার লেখা কবিতা পড়ে যার সময় কাটতো।
হুমম এবার চিনতে পেরেছি, মায়া হরিণীর মতো
চঞ্চলা মেয়েটি।
আবার সেই প্রশংসা ??
যোগ্য বেদীতে যে যোগ্য ফুল নিবেদন করতে হয়।
আমি তো দেবী নই,
রক্তে মাংসে গড়া মানুষ।
তবুও যে সে কারো আরাধ্য ।
এখনও ভুলতে পারনি তুমি ??
কি করে ভুলি বলো ?
অস্তিত্ব জুড়ে যার বসবাস ।
তুমি কি পেরেছো ভুলতে ?
তবে কেন গভীর রাতে
ফোন করছো ?
আমার কথা বাদ দেও ,
তারপর বলো কেমন
আছো ?
লেখালেখি কেমন চলছে ?
আছি নিজের মতো করে বেশ। আর লেখালেখি ??
এই তো রাত জেগে কাগজের বুকে কাটাছেঁড়া ।
তোমার রাত জাগা অভ্যাসটা বেশ পুরোনো,
আজও ছাড়তে পারনি।
জীবনের অনেক কিছুই তো ছেড়ে দিলাম,
এটুকুও যদি না রাখি তবে নিজস্বতা বলতে কি
থাকে বলতে পারো ?
এমন নিজস্বতা যে শরীরে সর্বনাশ ডেকে আনবে ।
সর্বনাশ !
ঝড়ে যার ঘর ভেঙে গেছে,
তার আবার
ঘর ভাঙার ভয় কি বলো ?
তবুও জীবন কে সবাই ভালোবাসে ।
যে জীবন স্বপ্ন ভেঙে থমকে দাঁড়ায়,কতটা
অর্থহীনতায় সে পর্যুদস্ত হয় তা কি জানো ??
আজ তোমার কি হয়েছে ধ্রুব ?
অনু, তুমি কখনও সন্ধ্যাতারা দেখেছো??
দেখেছো কেমন পান্নার মতো শান্ত সবুজ চোখের জলের মতো টলটল করে নিভে যায়
রাত্রির কোলে?
আজ তোমাকে ভীষণ অশান্ত লাগছে কেন ধ্রুব ?
অনু, মানুষ যদি একবার বুঝতে পারে তার হাড়ের মধ্যে অনিবার্য একাকিত্ব পেয়ে বসেছে,
সে জীবন যে বড় বেদনার। এই জীবন টেনে নিতে আর ভালো লাগছে না আমার ।
এখন চারিদিকে দেখি শুধুই বিষন্নতা।
একটু শান্ত হও ধ্রুব ।
অনু, স্বপ্ন যাকে দেখালে, তাকে গ্রহণের দায়িত্ব কেন এই ভাবে অস্বীকার করলে ??
তোমার এমন পাগলামি মানায় না ধ্রুব। তোমার অস্তিত্ব ভুলে গেলে চলবে না।
নিজের সৃষ্টির মাঝে খুঁজে নেও এই আমাকে।
আমি যে আর পারছি না অনু । আমি কি আর
কখনই স্বাভাবিক জীবন ফিরতে পাবো না??
সত্যি সত্যিই কি তুমি আমার জীবন থেকে
হারিয়ে গেলে??
না ধ্রুব আমি হারায়নি তোমার জীবন থেকে,ঘৃণা আর ভালোবাসা এক সাথে
থাকতে নেই ।
তাই আপন মনে দূরত্ব গড়ি।
অনু, সব সৃষ্টি আর সৌন্দর্যের মাঝে লুকিয়ে
থাকে ধ্বংসের বীজ।
সব ধ্বংসের মাঝেই থাকে
নির্মানের কলরব ।
তবে কেন তুমি পারো না
ধ্বংসের মাঝে আবার সুন্দরে ভরিয়ে দিতে ?
আজকাল বড্ড দার্শনিকের মতো কথা বলতে
শিখেছো দেখছি।
আচ্ছা অনু, আজ তোমার ওখানে খুব জ্যোৎস্না
উঠেছে তাই না ???
আমার এখানেও বসন্ত
এসেছে।
গাছে গাছে হাজারো রঙিন ফুল, বন জোছনায় প্রকৃতি যেন রূপের রাণী সেজেছে।
শিশিরের গন্ধ জড়ানো তোমার কণ্ঠ আজ যেন নিশিকে আহবান করছে নতুনের অবগাহনে!
আবার কবিত্ব ??
কবিত্ব নয় অনু,
অন্ধকারে অন্ধকার ঘষে
যতবার আলো জ্বালাতে চেয়েছি , ততবার
নিজের মাঝে নিজেতে
পরাজিত হয়েছি।
আজ বড্ড ক্লান্ত ।
মনে হয় এ জীবন যেন অবিন্যস্ত কোন গাংশালিকের।
ধ্রুব, আজ তোমাকে খুব
অচেনা লাগছে ।
অনু, জীবনের বিলাসিতা ভুলে নিঃসঙ্গ দূর করবার ব্যর্থ প্রয়াসে আজ আমি পথ ভোলা
এক পথিক।
জীবনের পুরোনো পথে যতবার
ফিরে যেতে চেয়েছি ততোবার আমি পথ হারিয়েছি
পথের বাঁকে।
ভুলটা আমার ছিল ধ্রুব।
অনু, আমাদের কারো কারো ভুল হয় বলেই
ভালোবাসার বিরহে ফোটে নীল পদ্ম, জীবন হয় নিস্তরঙ্গ।
আমাকে ক্ষমা করো ধ্রুব !
আমি অবুঝের মতো তোমার মাঝে তুলেছিলাম প্রণয়ের ঝড়। এ আমি কি ভুল করেছি !
অনু, আরেকটিবার আমরা কি ভুল করতে পারি না??
ভুলে ভুলে আমরা কি পারি না শীতের শেষে পাতা ঝরিয়ে প্রতিটি শাখা প্রশাখায় ফুল
ফোটাতে??
ধ্রুব, পথিক যে পথ একবার পিছে ফেলে যায়,
সে পথ বড্ড অচেনা হয়ে যায় । ইচ্ছে থাকলেও আর
ফেরা হয় না।
অনু,আমার প্রাণের মাঝে কোন সে পথিক গেয়ে
ওঠে গান, সেই সুরেতে জীবন আমার হয়েছে নিঃস্প্রাণ ।
ধ্রুব, নিজেকে বদলে ফেলো, নিজের মধ্যে নিজেকে টুকরো টুকরো করে ভেঙে নতুন করে
গড়ে তোল স্বপ্নের ইমারত ।
অনু, স্বপ্নের কোলাহলে জীবন যেমন সুরেলা হয়,
ঠিক তেমনই দুঃস্বপ্নের স্তব্ধতায় দুর্নিবার আকাঙ্ক্ষার মৃত্যু হয়।
অনেক রাত হলো ধ্রুব,
এখন ঘুমিয়ে পড়ো।
ঘুম !
সে আমার তপস্যার যুদ্ধক্ষেত্র বলতে পারো,
ভালো থেকো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বিরহ কষ্ট দেয়। কাঁদায়।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

ফয়সাল রকি বলেছেন: ভালো লেগেছে।
তবে দুয়েকটা কথা বলতে ইচ্ছা করছে, যেমন- সংলাপগুলো আলাদা করলে পড়তে সুবিধা হতো। মাঝে মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছিল। সব সংলাপ তো এক লাইনের নয়, তাই আরকি।
আরেকটা কথা, কিছু সংলাপ খুব কমন মনে হচ্ছিল, যেমন- অন্ধকারে অন্ধকার ঘষে.... এই জাতীয় আরকি।
লেখায় +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.