নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

জীবনটা আমার কাছে রেলগাড়ি মনে হয়

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯

জীবনটা আমার কাছে
রেলগাড়ি মনে হয়,
একটা একমুখি
টিকিট কেটে উঠে পড়েছি।
গন্তব্য কোথায় যানিনা?
ঝিক ঝিক করে ট্রেন
চলছে,তো চলছেই।
সহযাত্রিদের সাথে আলাপ হয়।
ভাব-ভালোবাসা-বন্ধুত্ব হয়।
মাঝে মাঝে নানান
স্টেশনে থামে,
নতুন যাত্রি ওঠে,পুরানো
কেউ কেউ নেমে যায়।
তাদের গন্তব্য এসে গেছে।
কখনো কখনো কেউ চলে গেলে
আবার স্বস্তির নিঃশ্বাসই ফেলি-
যাক বাবা এবার একটু
আরাম করা যাবে।
আবার কখনো কখনো সহযাত্রীর চলে যাওয়ায় বুকের মাঝে সব ছিঁড়েখুঁড়ে যায়।
আহা,সেকি কস্ট?
প্রিয়মুখ দের বিদায় জানাবার,
যানি যে আর কোনদিনও
এক সাথে পথ চলা হবে না,
আর কোনদিনও ফেরা হবে না।
জীবন নামের এই রেলগাড়িটা
যে কোন ফিরতি যাত্রা নেই!
তারা নেমে যায়,
ট্রেন আবারও চলতে শুরু করে,
কখনো আমরা তাকিয়ে থাকি
যতক্ষন প্রিয়মুখগুলিকে দেখা যায়।
কখনো আবার অভিমানে মুখ
ফিরিয়ে নিয়ে শক্ত চেহারায়
চোখের পানি মুছে নেই।
এই যাত্রা যে শেষ করতেই হবে।
কেউ কেউ অবশ্য মাঝ
পথে হাল ছেড়েও দেয়,
চেইন টেনে মাঝ পথেই নেমে
পড়ে জীবন যাত্রার,
অন্য ভাষায় সেটাকে আমরা
আত্মহত্যা বলি।
বাকিরা দাঁড়িয়ে,বসে,ঝাঁকুনি
খেতে খেতে যাত্রাটা ঠিক
চালিয়ে নেয়।
বুকের মাঝে অসংখ্য প্রিয়জন
হারাবার বেদনা নিয়ে ভাবি,
কোনটা আমার স্টেশন?
যে দিন যায়,সে দিন আর
ফেরে না।
মাথা কুটে মরলেও ফেরে না।
আজ যা চলে গেলো,
তা চিরকালের জন্যই গেলো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর উপলব্ধি, কবিতাটা সহজ সরল ভাষায় লিখেছেন দারুণ লেগেছে।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

Subdeb ghosh বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো।
ভালো থাকুন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: জীবনটা রেলগাড়ি হলে ভালোই হতো।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

Subdeb ghosh বলেছেন: ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
শুভ কামনা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.