নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আমি বড্ড একা,
হাঁপিয়ে গেছি আজ নিজের উপর বিরক্তিতে।
জীবনটাকেই আজ বড্ড একঘেয়ে মনে হচ্ছে।
জীবন আমাকে দুহাত
ভরে দিয়েছে,
হোক সেটা
ভালোবাসার যন্ত্রনা,প্রতারণা।
আজ আমি বড্ড ক্লান্ত,
আর পেরে উঠছিনা
জীবনের সাথে।
বড্ড দুর্বিষহ জীবন,
সে আমাকে দুহাত ভরে দিয়েছে
সম্মান,অসম্মান,গ্লানি,
পরাজয় আরও কতকিছু।
আর নিতে পারছিনা জীবনের ঢালায় সাজানো উপহার।
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
তেস্টায় আমার বুক ফেটে যায়,
তবুও জল দেবার মত কেউ নেই।চারিধারে কত মানুষ,
জিজ্ঞেস করার মত কেউ নেই?
জলের আশায় আমি হাত বাড়াই,
বিনিময়ে দেখি কেউ জল নিয়ে আসছে কিন্তু না!!
এত দেখি শহরের ইটের দেয়াল
খসে খসে ইটের সুরকি পড়ছে।
হায়রে নিয়তি!!!!
কত মানুষ ছিল আশেপাশে
কিন্তু নেই আজ কেউ নেই।
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
আমি দুহাত বাড়াই তোমার হাতের স্পর্শের আশায়,
আশেপাশে কত মানুষ,
কিন্তু কেউ নেই এখন।
একটু ছোঁয়া চাই আমি
হাতের ছোঁয়া,
তার ঠোটের ছোঁয়া।
যে ছোয়ায় আমার শরীরের তেস্টা মিটে যাবে,
আমার শুকিয়ে যাওয়া গলা ভিজে উঠবে।
আমি হাত বাড়িয়ে ছুতে চাই,
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
আজ সব ভুলে যেতে বসেছি, ভুলে যেতে চাই
সব, তোমার সাথে কাটানো সবকিছু।
তুমি আজ আমার অতীত।
তুমি অবাক হবে,
পুরোটাই অবিশ্বাস্য
আমার কাছে আজ তোমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে।
আমি এখন একা একা দেয়ালে নিজের ছায়া দেখি।
কারন,আমি বড্ড একা, নিঃসঙ্গ।
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: যে একা সেই সামান্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: খুবই ভালো লিখেছেন আপনি...