নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

মানুষ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

ভগবান বানিয়েছে নর নারী
তৈরী করছেন ভালোবাসা
মানবের শরীরে অনুভূতি দিয়েছে যৌনতা
ধর্ম ব্যবসায়িরা তৈরী করছে বিবাহ
মানুষ তৈরী করেছেন ধর্ষন
আল্লাহ এখন চিন্তায় আছে,
মানুষ সব নাস্তিক হয়ে যাচ্ছে
কবে জানি ইশ্বরের গদি উল্টায়
ধর্ম ব্যাবসায়িরা ভেসে যাবে টেউয়ে
যখন ঝড় উঠবে চারিদিকে
মানুষের জ্বালায় অস্হির ইশ্বর
লজ্জার চাদর যখন খসে পরে
উচ্ছৃখলতা তখন জরিয়ে ধরে!
জাত পাতের গোষ্ঠী মারি
নাস্তিক আস্তিক দুটাই ভন্ড
ভালো মন্দ মানুষ আমি
সকলেই লম্পট সকলেই সাধু মানুষ
দিনে হয় হাজি রাতে হয় পাজি
সাদা কালো আর লাল রংএ গড়া মানুষ
চুলকানি ছাড়া মানুষ নাই
সবদেশেই সব জায়গায় আছে চুলকানি
চুলকানি হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধী,
মানবতার কথা বলি এটাই আমার বড় ধর্ম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ভগবানই যখন সব করেছে!!!
তাহলে মানুষ কি করেছে?

২১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৮

Subdeb ghosh বলেছেন: একই প্রশ্ন?
ভগবান যদি সব করতে পারেন? তবে এত কষ্ট, মৃত্যু, কান্না---এর তাৎপর্য কি?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথাও একটা ভুল আছে।মানবতা আর ঈশ্বর হীনতার মাঝে কি কোন পার্থক্য আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.