নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

জীবনের সত্য

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

সব কিছুই মানুষের অভ্যেস হয়ে যায়।
জীবনের সাথে জড়িয়ে গেলে ঠেলে ফেলতে পারে না,আর ৷
আমার গল্পের নায়ক অনু
সেও এতটা বছর
কাটিয়ে দিলো ৷
অনু অবাক হয়ে দেখে সাতষট্টি বছরের লোকটা ঠিকঠাক রিকশাটা চালিয়ে নিয়ে যাচ্ছে ৷
দুপুরের রোদে দর দর করে ঘাম ঝরছে, তবুও সে থামছে না ৷
কাঁপা হাতটা শক্ত হয়ে আসে আরো ৷
মানুষ, নিজের জীবনের সবকিছু মেনে নিয়ে পথ চলে, চলতে হয় তাকে
রিকশা চালকের শারীরিক কষ্ট আর অনুর মানসিক কষ্টের মাঝে কোন পার্থক্য নেই ৷
কষ্টের রিকশাই টেনে গেলো সারা জীবন ৷বিরাট এক শূন্যতার ভেতর হাঁতড়িয়ে ফিরেছে নিজেকে ৷
দুঃখের ভারী বোঝাটা টেনে নিয়ে গেছে এতটা জীবন ৷
বদলে ফেলতে পারতো ৷ অনেকে বদলে ফেলে ৷ ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে যায়।
নিজের মতো করে জায়গা করে নেয় ৷
সেটা যেমনি হোক, নতুন করে বাঁচতে শেখে ৷অনু তা পারেনি ৷
এক সময় অস্থির ভাবে ছুটে বেড়িয়েছে,খেয়ালি করেনি ৷
সব ঠিক হয়ে যাবে একদিন ৷
সতেরোটা বছর সে আশায়
কুড়ে কুড়ে মরেছে ৷
প্রায় শেষ প্রান্তে এসে দেখলো,চির রেখাটা ফাটলে রূপ নিয়েছে ৷
দূরত্ব বেড়েছে কেবলি ৷
জীবনের চিত্রনাট্যটা আগে থেকেই লিখা থাকে ৷
আর বদলালো যায়না কিছুই ৷
কেবলি বেড়ে উঠে
কষ্টের পাহাড়,
এখন একাকী রুমে,
ঘূটঘূটে অন্ধকারের ভেতর হাঁতড়িয়ে ফেরা ৷
খোলা মাঠটা নিষ্ঠুর ভাবে তাকিয়ে থাকে ৷আকাশটাও কিছুই বলে না ৷
আজ শমসের মিঞার রিকশায় উঠতে গিয়ে কেঁপে উঠলো অনু ৷
তারচে" অধিক বয়সের লোকটা কাঁপা কাঁপা হাতে রিকশা চালিয়ে যাচ্ছে ৷
কত কঠিন জীবন
শমসের মিঞার ৷
তিনটা মেয়ে বিয়ে করে
সংসারী হয়ে গেছে ৷
তার পাশে কেউ নেই আজ ৷
আমরা শুধু নিজের কষ্ট
নিয়ে জাবর কাটি ৷
কত মানুষ, কত রকমের কষ্টে জীবন কাটাচ্ছে ৷
অন্যের বড় কষ্টটার দিকে তাকালে নিজেরটা কষ্টটা, হালকা হয়ে যায় অনায়াসে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০১

অক্পটে বলেছেন: ভাবনাগুলো মানবিক সত্য এবং সুন্দর।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৪২

Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

মেহেদি_হাসান. বলেছেন: অনেক সুন্দর

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৩

Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৩

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.