নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মানুষের জীবন কিছুটা মানুষ নাড়ায় সুনিপুন দক্ষতায়,
উজাড় করে একে অন্যকে বিষাদ সমুদ্রে ফেলে দেয়,
সর্বনাশের জোয়ারে ভাসিয়ে আনন্দ পায়।
শত জনের সুখের গাঢ় পাহাড় কেটে একজনে ঘর বানায়,
লক্ষ অনাহারীর পেটে লাথি মেরে একজন চাইনিজ খায়
বিলাসবহুল হোটেলে রাএি যাপন করে,
মানুষ মানুষের পাজরের হাড় বিক্রি করে মারসিটিজ কেনে,
জানালায় হাত পাতা ভিক্ষুকের গায়ে ছুড়ে মারে লেডি সু।
মানুষ মানুষের মাংশ খাইয়ে কুকুর পোষে,বিড়াল পোষে,
মানুষ মানুষকে শাসন করে, শোষন করে।
মানুষ মানুষ কে বাস্তুচ্যুত করে,
ঘরবাড়ি ভেঙে ফেলে,
অধিকার হরন করে।
শরীর ভোগ করে ,মস্তিষ্ক কে নগ্ন করে, করে অমানবিক ধর্ষন।
হাতে পায় শিকল পড়িয়ে দেয়,
সামান্য লোভের কাছে নত স্বীকার করে মেতে ওঠে হত্যাকান্ডে,
একই জরায়ু থেকে জম্নানো দুই উর্বর সন্তান,তারা বিবেকবান, বুদ্ধিমান তবুও তারা হিংস্র পশুর মতো আচরন করে।
বিশাল দেহে বিপুল জায়গা থাকলেও কোথাও মনুষ্যত্ব নেই,
ক্ষুদার্থ মাটির জন্য কান্না নেই।
এক ইঞ্চি জায়গা নেই নিজের জন্য,
মানুষের বিশাল দেহের ভেতর কোথাও মানুষ নেই শুধু অমাবিক নরপিশাচের বসবাস।
১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০০
Subdeb ghosh বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
১২ ই মার্চ, ২০২১ রাত ১১:০৬
Subdeb ghosh বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা চলে আসছে হাজার হাজার বছর ধরে।এখন সময় এসেছে মানুষকে সচেতন করার ঐক্যবদ্ধ হওয়ার,ঐক্যবদ্ধ করার।
১২ ই মার্চ, ২০২১ রাত ১১:০৭
Subdeb ghosh বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো হয়েছে। কিছু বানান ভুল আছে।
১২ ই মার্চ, ২০২১ রাত ১১:০৬
Subdeb ghosh বলেছেন: ভুলগুলি ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:১৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা -
১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৭
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
মানুষের ইতিহাস বড় প্রাচীন।