নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কতকাল এই একই পথে দাড়িয়ে আছি,
অশ্বথবৃক্ষের মতো বেড়ে উঠে স্নায়ুর চাপ,
সময় দীর্ঘতর থেকে অতি দীর্ঘতর হয়ে যায়।
একটি অপেক্ষার সেকেন্ড কোটি
বছরের সমমান হয়।
তবু ও করতে পারি না একে উপেক্ষা বাবলার কাটার মতো বিধেঁ পাজর ছিড়ে রক্ত ঝড়ে,
নিরিবিলি চুপ চাপ তবুও নিঃস্বতা
তাকে সঙ্গী করে অন্ধের মতো একই
গলিতে দাড়িয়ে আছে,
নিদারুন দীর্ঘপথে এক ক্লান্ত বিষাদগ্রস্থ কাকের
মতো বড় তৃষাতুর, পরিশ্রমী শ্রমিক,
জলের জন্য এক হাজার পাথর জমা করে ফেলেছি একটু তৃষ্ণা মেটাবো বলে।
কতটুকু ভেঙে গেলে একটা আয়নায় নিজের
চোখের টুকরো অবধি অস্পষ্ট দেখায়,
তার অধিক ভেঙে গেছি।
নির্জন বড় নিরিবিলি ধূ ধূ করে
শুন্যতা এই নিল বাকা পথ,
তুমি নেই বলে মরাকান্না করে উঠে,
জলন্ত লাভা ফুটে ওঠে চারপাশে,
নিঃস্বত্বা শূধু দাউ দাউ করে জ্বলে
উঠে লেলিহান শিখার মতো,
কয়লার অধিক কালো হয়ে গেছি,
অপেক্ষা তীব্র তাপে গলে গেছি।
এই নির্জন পথ ধরে হেটেছিলাম
একদিন বহুদূর পরমানন্দে,
এই পথেই দাড়িয়ে আছি আমি
একা অনেক কাল ধরে,
তবুও এই পথেই দাড়িয়ে আছি
তুমি ফিরবে বলে,
দুদন্ড শান্তির প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে।
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৭
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ভাই অনুপ্রেরনার জন্য।
২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪
ফড়িং-অনু বলেছেন: কয়েকবার পড়লাম। আবার পড়তে মন চাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।