নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
তুমি এসেছিলে সেদিন
চৈত্রের ভর দুপুরে,
যেন স্বস্তির এক পশলা বৃষ্টি
করিতে শীতল তপ্ত ধুলিকণা ।
তুমি এসেছিলে সেদিন
মোটা লেন্সের চশমাটার ফাঁকে
দেখেছিলাম এক পলক
মুহুর্তে ক্ষনিকের দৃষ্টি বিনিময়।
তুমি এসেছিলে সেদিন
দাড়িয়েছিলে আমারই আঙ্গিনায়
সকরুন নেত্রে দেখেছিলে
ভাঙ্গা কুঠিরখানি আমার
তুমি এসেছিলে সেদিন
ক্ষীন শরীর, মলিন ভুষনে আমি
অতঃপর তুমি জিজ্ঞাসিলে, নির্মম
সুকঠিন এক প্রশ্ন,কেমন আছ ?
আমি বাকরুদ্ধ,স্থবির,
চাহিলাম এক বিস্ময়ভরা দৃষ্টিতে
তার দুচোখ ছলো ছল, উত্তাল
হয়তোবা গড়িয়ে গেল দুফোটা অশ্রু
তুমি এসেছিলে সেদিন
ছিল করুন একটা ক্ষণ, হয়নিতো রঙ্গীন
দুই যুগ পরে, আমার দ্বারে
আমার দীন মুহুর্তে,ভাঙ্গা কুঠিরে।
২| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।