নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মহাতঙ্ক করোনার সাথে বসবাসের এক বছর পেরিয়ে গেল।
সেই যে সব ওলট-পালট হয়ে গেল, এখনো সেভাবে আছে।
মানুষের জীবনে ঘটে চলছে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পরিবর্তন।
পরিচিত মানুষ, পরিচিত জগৎ ক্রমশ যেন অপরিচিত হয়ে যাচ্ছে।
দিনগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
শঙ্কা, হতাশা কোনটিই পিছু ছাড়েনা।
আজকাল যেন কাতুকুতু দিলেও মুখে হাসি আসেনা।
এরই মধ্যে করোনা তার স্বরূপ পাল্টিয়ে নতুনভাবে আক্রমণ শুরু করেছে।
তবে এটাকে তেমন বিষ্ময়কর বলা চলেনা। মানুষ তো প্রতিনিয়ত প্রতিক্ষণ স্বরূপ পাল্টায়।
স্বার্থের জন্য পাল্টায়, অর্থের জন্য পাল্টায়, ক্ষমতার জন্য পাল্টায়, লোভে পড়ে পাল্টায়,
হিংসার কারণে পাল্টায়, মুর্খতার কারণে পাল্টায়, মানষিক বিকৃতির কারণে পাল্টায়।
পৃথিবীর অন্যকোন প্রাণি বা অনুজীব মানুষের মত এতোবেশি রূপ বদলায়না।
বতর্মানে মানুষই যেন মানুষের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৩
Subdeb ghosh বলেছেন: অসাধারণ মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
২| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
অধীতি বলেছেন: আবার কয়েকদিন বেলাভূমিতে মাছ, কচ্ছপ, কাকড়ার দল স্বস্তি খুঁজে পাবে। বনের পাখির দল শান্তিতে ঘুম যাবে। ঢাকা শহরের গলিতে থাকা পাখিগুলো আতশবাজির শব্দে আধঘুম হয়ে উড়ে যাবার ভয় থেকে মুক্ত থাকবে।
৩| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতায় ধার এবং তেজ দুটাই আছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২
আহমেদ জী এস বলেছেন: Subdeb ghosh,
যথার্থ বলেছেন -
" মানুষ তো প্রতিনিয়ত প্রতিক্ষণ স্বরূপ পাল্টায়।
স্বার্থের জন্য পাল্টায়, অর্থের জন্য পাল্টায়, ক্ষমতার জন্য পাল্টায়, লোভে পড়ে পাল্টায়,
হিংসার কারণে পাল্টায়, মুর্খতার কারণে পাল্টায়, মানষিক বিকৃতির কারণে পাল্টায়।
পৃথিবীর অন্যকোন প্রাণি বা অনুজীব মানুষের মত এতোবেশি রূপ বদলায়না।
বতর্মানে মানুষই যেন মানুষের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।"