নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

কোন মতে বেঁচে থাকাটাই যেন পরম সৌভাগ্য

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

সময় যেন দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
অবিরাম মহা সংকটের ঘনঘটা বেড়ে চলছে।
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা,
প্রশাসনিক দুর্বলতা,মানুষের নৈতিক অবক্ষয় যেন আমাদের মুক্তির পথ অবরুদ্ধ করে রেখেছে।
বেঁচে থাকা যেন একটু একটু করে বিষাদময় সময় পার করা।
আর কোন মতে বেঁচে থাকাটাই যেন পরম সৌভাগ্য।
অসহায় মানুষগুলোর বুকে জমে আছে বোবা কষ্ট।
মাঝে মাঝে তারা মুক্তির পথ খোঁজে কিন্তু ব‍্যর্থ হয়।
অন‍্যদিকে একদল মানুষ তাদের অসহায়ত্বকে পূঁজি করে নিজেদের আখের গোছাতে ব‍্যস্ত।
লোভের বশে মানুষের বিবেক-বুদ্ধি লোপ পাচ্ছে, ন্যায়-অন্যায় বোধ হারিয়ে যাচ্ছে।
কেউ অর্থলোভে দিশাহারা, কেউ ক্ষমতার লোভে নীতি-নৈতিকতাকে ডাস্টবিনে ছুড়ে ফেলছে।
নারীলোভে কেউ কেউ নরত্যার মতো জঘন্য পাপে নিমজ্জিত হচ্ছে।
লোভের কারণে মানুষ অন্যের জমি দখল করছে,
চোরাকারবারি করছে,ব্যবসায় জড়িয়ে পড়েছে।
আবার কারো কারো চলছে নিজের আমিত্বটুকু টিকিয়ে রাখার অবিরত সংগ্রাম।
চলছে সমাজে টিকে থাকার যুদ্ধ।
তারা দুর্নীতি-দুষ্কর্ম করতেও পারেনা, সইতেও পারেনা।
তারা নিজের উপর অভিমান করে দীর্ঘশ্বাস ছাড়ে শুধু।সময় যেন দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
অবিরাম মহা সংকটের ঘনঘটা বেড়ে চলছে। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা,
প্রশাসনিক দুর্বলতা,
মানুষের নৈতিক অবক্ষয় যেন আমাদের মুক্তির পথ অবরুদ্ধ করে রেখেছে।
বেঁচে থাকা যেন একটু একটু করে বিষাদময় সময় পার করা।
আর কোন মতে বেঁচে থাকাটাই যেন পরম সৌভাগ্য।
অসহায় মানুষগুলোর বুকে জমে আছে বোবা কষ্ট।
মাঝে মাঝে তারা মুক্তির পথ খোঁজে কিন্তু ব‍্যর্থ হয়।
অন‍্যদিকে একদল মানুষ তাদের অসহায়ত্বকে পূঁজি করে নিজেদের আখের গোছাতে ব‍্যস্ত।
লোভের বশে মানুষের বিবেক-বুদ্ধি লোপ পাচ্ছে, ন্যায়-অন্যায় বোধ হারিয়ে যাচ্ছে।
কেউ অর্থলোভে দিশাহারা, কেউ ক্ষমতার লোভে নীতি-নৈতিকতাকে ডাস্টবিনে ছুড়ে ফেলছে।
নারীলোভে কেউ কেউ নরত্যার মতো জঘন্য পাপে নিমজ্জিত হচ্ছে।
লোভের কারণে মানুষ অন্যের জমি দখল করছে,
চোরাকারবারি করছে,ব্যবসায় জড়িয়ে পড়েছে।
আবার কারো কারো চলছে নিজের আমিত্বটুকু টিকিয়ে রাখার অবিরত সংগ্রাম।
চলছে সমাজে টিকে থাকার যুদ্ধ।
তারা দুর্নীতি-দুষ্কর্ম করতেও পারেনা, সইতেও পারেনা।
তারা নিজের উপর অভিমান করে দীর্ঘশ্বাস ছাড়ে শুধু।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: জীবনমুখী কবিতা।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭

Subdeb ghosh বলেছেন: আপনার মন্তব্য দ্বারা মুগ্ধ। ভাল থাকবেন।

২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

নেয়ামুল নাহিদ বলেছেন: আমৃত্যু টিকে থাকার লড়াই।
ভালো লিখেছেন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০১

Subdeb ghosh বলেছেন: অসাধারণ মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.